হিরো মোটরসাইকেল কিস্তিতে স্বপ্ন পূরন অফার - সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি
This page was last updated on 20-Oct-2025 04:12pm , By Arif Raihan Opu
অনেক মানুষের স্বপ্ন একটি মোটরসাইকেলের। বলা যায় মোটরসাইকেলের প্রতি অনেক মানুষের আলাদা আকর্ষণ থাকে। মোটরসাইকেলের ক্ষেত্রে স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন পূরন করার সাধ্য অনেক সময় হয়ে ওঠে না। তবে স্বপ্ন পূরনে এবার এগিয়ে এসেছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ।
হিরো মোটরসাইকেল কিস্তিতে স্বপ্ন পূরন অফার

যাদের স্বপ্ন একটি মোটরসাইকেলের মালিক হবার তাদের জন্য হিরো নিয়ে এসেছে দারূণ এক অফার। হিরো মোটরসাইকেলের সাথে এবার স্বপ্ন পূরন হবে আপনার। হিরো মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে এসেছে কিস্তি সুবিধায় মোটরসাইকেল।
মাত্র ৩০,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে আপনিও হয়ে যেতে পারেন একটি হিরো মোটরসাইকেলের মালিক। ২৪ মাসের কিস্তি সুবিধায় আপনি আপনার স্বপ্নের হিরো মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন।

এছাড়া মাত্র ১.৫ সার্ভিস চার্জ হবার কারণে আপনি কম সময়ের মাধ্যমে একটি হিরো মোটরসাইকেলের মালিক হতে পারবেন। তবে সব মডেলের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়। তাই এই অফার ও কিস্তি সম্পর্কে বিস্তারিত জানতে হিরো মোটরসাইকেল এর শোরুমে যোগাযোগ করুন।
ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে হিরো অনেক বেশি জনপ্রিয়। উচ্চ সিসি থেকে শুরু করে এন্ট্রি সেগমেন্ট সব গুলোতেই হিরোর অনেক গুলো মডেল রয়েছে। এছাড়া কমিউটার সেগমেন্টে হিরো অনেক বেশি জনপ্রিয়।

তাছাড়া হিরো স্পেলেন্ডার মডেলটি পুরো বাংলাদেশে বিক্রয়ের দিক থেকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল গুলোর মধ্যে একটি মডেল। নিলয় মোটরস লিমিটেড বাংলাদেশে হিরো এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।
তাই আপনার যদি একটি মোটরসাইকেলের স্বপ্ন থেকে থাকে এবং আপনি কিস্তি সুবিধার মাধ্যমে মোটরসাইকেল ক্রয় করতে চান, তবে হিরোর এই অফারটি হতে আপনার জন্য সুবর্ন সুযোগ। বিস্তারিত জানতে হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
