স্কয়ার মটরস এর হাত ধরে বরিশাল উদ্বোধন হল রয়েল এনফিল্ড শোরুম

This page was last updated on 14-Jul-2025 11:22am , By Raihan Opu Bangla

দেশব্যাপী 3s centre এর কার্যক্রম সম্প্রসারন করছে Royal Enfield Bangladesh। শুরুতে ঢাকায় মাত্র একটি ফ্ল্যাগশিপ শো-রুম দিয়ে তাদের কার্যক্রম শুরু করলেও বর্তমানে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শোরুম এর কার্যক্রম চলমান এবং অনেক শো-রুম উদ্বোধনের পথে রয়েছে। 

স্কয়ার মটরস - রয়েল এনফিল্ড বাংলাদেশ

royal-enfield-barishal

এরই ধারাবাহিকতায় গত ২৯শে মে বরিশালে Royal Enfield এর নতুন ডিলারশিপ পয়েন্ট ও 3s centre উদ্বোধন করেছে ইফাদ মটরস লিমিটেড

Also Read: Motorcycle Price In Bangladesh

এখন থেকে বরিশাল এবং বরিশাল বিভাগের আশেপাশের বাইকাররা বরিশাল সদরের সি এন্ড বি রোডে অবস্থিত স্কয়ার মটরস থেকে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটির সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস সুবিধা ছাড়াও টাচ এন্ড ফিল এবং টেস্ট রাইড ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন। 

Also Read: All Royal Enfield Showroom In Bangladesh

এরই মাধ্যমে ১২৩ বছরের পুরাতন এই ব্র্যান্ড টি দেশব্যাপী ১৫ এর অধিক শোরুমের কার্যক্রম চলমান রয়েছে এবং শীঘ্রই দেশের অন্যান্য অনেক স্থানে শো-রুম উদ্বোধন করা হবে। 

royal-enfield-barishal-royal-enfield-showroom

স্কয়ার মটরস বরিশাল এর ঠিকানা- ১ নং সি এন্ড বি পোল। সি এন্ড বি রোড, বরিশাল সদর, বরিশাল। ফোন- 01711-665718

বাইক বিষয়ক সকল আপডেটেড নিউজের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes