১০ হাজার কিলোমিটার পর Bajaj Pulsar 150 বাইকের মালিকানা রিভিউ - সাব্বির
This page was last updated on 21-Sep-2025 06:30pm , By Md Kamruzzaman Shuvo
আমি সাব্বির , আমি বর্তমানে ব্যবহার করছি Bajaj Pulsar 150 বাইকটি । চাকরির প্রয়োজনে বাইকের দরকার ছিলো, তাই অনেক খোঁজাখুঁজি করে অবশেষে একটি সেকেন্ড হ্যান্ড Pulsar 150 কিনি। আলহামদুলিল্লাহ, কেনার মাত্র দুই দিন পর থেকেই বাইকের কাজ শুরু করতে হয়েছিলো।

১০ হাজার কিলোমিটার পর Bajaj Pulsar 150 বাইকের মালিকানা রিভিউ
এখন পর্যন্ত আমি এই বাইকটি দিয়ে প্রায় ১০,০০০+ কিলোমিটার চালিয়েছি। কাজের জন্য প্রতিদিন অনেক চালাতে হয়। বাইকটি এখনো ভালো চলছে, তবে ইঞ্জিন অয়েল নিয়ে সন্তুষ্ট নই। শুরুতে কিছু সমস্যা থাকলেও এখন মাইলেজ পাচ্ছি ৪৫+ কিমি/লিটার (সার্ভিস করার পর)। প্রথমে মাইলেজ ছিল প্রায় ৩৫ কিমি/লিটার।
Also Read: Bajaj Bike Price in Bangladesh

ভালো লেগেছে -
- বাইকের লুক বেশ আকর্ষণীয়।
- সার্ভিসিং করলে এখনো ভালো পারফরম্যান্স পাওয়া যায়।
- লং ট্যুরে ওভারহিট হলেও বড় কোনো সমস্যা হয়নি।
খারাপ লেগেছে -

- মাঝে মাঝে চলার সময় হঠাৎ বন্ধ হয়ে যেত এবং তখন অনেকক্ষণ স্টার্ট হতো না।
- সেকেন্ড হ্যান্ড হওয়ায় শুরুতে রিপেয়ারিংয়ে সময় ও খরচ বেশি লেগেছে।
প্রথমত বাইকের লুকটা আমার পছন্দ হয়েছে। দ্বিতীয়ত, শোরুম থেকে নতুন কিনবার সামর্থ্য না থাকায় সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই বাইকটি অনেকটা একটা হাতির বাচ্চা সামলানোর মতো চালাতে কষ্ট আছে, কিন্তু মজা লাগে।
Also Read: Motorcycle Price In Bangladesh
আমার কাছে বাইকটি এখন অনেক কাছের একটি জিনিস হয়ে গেছে। টাকার অভাবে অনেকবার বিক্রি করার কথা চিন্তা করলেও পারিনি। চাকরির জন্য আবার নতুন বাইক কেনার সামর্থ্যও নেই। তাই এখনো এটাকেই সামলে চালাচ্ছি। সব মিলিয়ে, সেকেন্ড হ্যান্ড বাইক হলেও Bajaj Pulsar 150 আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। ধন্যবাদ ।
লিখেছেনঃ সাব্বির
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
