CFMOTO এর কয়টা বাইক বাংলাদেশে আসছে - তিনটা নাকি ছয়টা?
This page was last updated on 17-Dec-2024 04:37pm , By Badhan Roy
বন্ধুরা, CFMOTO এর চমৎকার কয়েকটি বাইক আর অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে। অনেকের কাছেই এটি বেশ পুরাতন খবর। আর ইতিমধ্যে প্রায় সবাই জানে CFMOTO তাদের হায়ার সিসি লাইনআপ এর ৩টি মডেল লঞ্চ করতে চলেছে। কিন্তু চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে, লঞ্চিং এর দিন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এই ব্র্যান্ডটি ৩এর অধিক মডেলের বাইক বাংলাদেশের বাইকারদের সাথে পরিচয় করিয়ে দিতেও পারে।
CFMOTO এর কয়টা বাইক বাংলাদেশে আসছে – তিনটা নাকি ছয়টা?
বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, আগামী ১৯শে ডিসেম্বর CFMOTO Bangladesh বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টার (আইসিসিবি) এ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জাকজমকপূর্ণ আয়োজনে CFMOTO 250NK, 250SR এবং 300SR এর লঞ্চিং ও প্রাইস রিভিল এর সাথে আরো ৩টি আকর্ষণীয় বাইকের ফার্স্ট লুক রিভিল করতে পারে।
আরো কোন কোন ধরনের বাইক আসতে পারে সে ব্যাপারে CFMOTO Bangladesh এর কাছে জানতে চাওয়া হলে তারা আপাতত ইঙ্গিত দিয়েছেন স্পোর্টস সেগমেন্ট এর আরো কিছু মডেল উল্লেখিত ৩টি মডেলের সাথে একই সময়ে ফার্স্ট লুক রিভিল করা হতে পারে। সেই মডেলগুলো ইউরোপ এবং আমেরিকান রিজিওনে তরুণ বাইকারদের মধ্যে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।
একসাথে ৬টি হায়ার সিসি এবং ফিউচারস্টিক স্পেসিফিকেশনের বাইকের ফার্স্ট লুক যদি আসলেই রিভিল করা হয়, তবে বাংলাদেশের বাইকাররা বেশ উত্তেজনাপূর্ণ মূহুর্তের স্বাক্ষী হতে চলেছেন তা কিন্তু বলা বাহুল্য। আপাতত লঞ্চিং এর দিন পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে নতুন এই ব্র্যান্ডটি কি চমক নিয়ে আসে বাইকারদের জন্য তা দেখতে। আশা করি উৎসাহী বাইকাররা নিরাশ হবেন না।
বাইক বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন।