হেলমেট ছাড়াই নিরাপদ রাইড BMW এর নতুন চমক

This page was last updated on 13-Sep-2025 08:34pm , By Rafi Kabir

শহুরে যাতায়াত এবং স্বাধীন ভাবে যাতায়াত মানেই আমরা বুঝি মোটরসাইকেল। এই মোটরসাইকেলের প্রতি আমাদের এক ভিন্ন ধরনের ভালবাসা কাজ করে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকাল মোটরসাইকেল কোম্পানি গুলো নতুন নতুন মোটরসাইকেল বাজারে আনছে নতুন নতুন ফিচারস এবং ডিজাইন নিয়ে, কিন্তু আজকের খবরটা আমার কাছে বেশ আর্কষনীয় মনে হয়েছে।

BMW Motorrad তাদের নতুন কনসেপ্ট স্কুটারের মাধ্যমে শহুরে যাতায়াতের ভবিষ্যৎ রূপ ফুটিয়ে তুলেছে। জার্মানির আইএএ মবিলিটি(IAA Mobility)২০২৫ মেলায় কোম্পানি লঞ্চ করেছে নতুন ইলেকট্রিক স্কুটার “Vision CE”। সোজা কথায় এক অসাধারন প্রযুক্তির স্কুটার।

আমার কাছে সব থেকে ভাল লাগছে যে এই স্কুটি “চালাতে পারবে যে কেউ।”

অবাক করা বিষয় এটায় যে একটা স্কুটার, কোনো হেলমেট নেই, ভারী গিয়ার নেই, অথচ নিরাপদে রাইড করা যাবে যে কোন ঝামেলা বাদে। শুধু প্রযুক্তি না, বরং একটা নতুন ভালবাসা মানুষদের জন্য । শহুরে পরিবহন মানেই কি সবসময় সেই একই পুরনো ধাঁচ হতে হবে? না এখানে যেন মর্ডান যুগের স্কুটি যা যে কেউ চালাতে পারবে ।


হেলমেট ছাড়া! প্রথমেই প্রশ্ন জাগতে পারে, “এটা আবার কীভাবে সম্ভব?” আপনার কাছে মনে হতে পারে “হেলমেট ছাড়া মানে তো ঝুঁকি।” কিন্তু এখানে তারা তৈরি করেছে একধরনের মেটাল টিউব কেজ যা রাইডারকে চারপাশ থেকে ঘিরে রাখে। তার সঙ্গে সিটবেল্ট যেন ছোট্ট একটা গাড়ির মতোই নিরাপদ। তাই হেলমেট না থাকলেও ঝুকির সংখ্যা কম। মজার না?

এবার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে। এই Vision CE মনে হবে একদম ভবিষ্যতের মুভিতে দেখানো সেই যানবাহনের মতো । Lower cage, open frame, Airy feel এসব মিলে মনে হবে যেন কোনো সাই ফাই সিনেমার দৃশ্য। অ্যালুমিনিয়াম কোটেড ফ্রেম, হালকা অথচ শক্ত। আর কালার কম্বিনেশন! Matte white, black contrast, সঙ্গে neon red হাইলাইট। যেমন একটা ফ্যাশনেবল মিনিমালিস্টিক পোশাক যা একেবারে স্টাইল আর ফিউচারিজম মিশিয়ে দেয়।

কিন্তু যেটা একদম ভিন্ন স্বয়ং-ব্যালান্সিং সিস্টেম (Self balance control system)। সিগন্যালে দাঁড়ালে বা জ্যামে আটকালেও, স্কুটার নিজেই ভারসাম্য ঠিক রাখবে। মনে হবে অনেকটা যে গাড়ির মধ্যে বসে আছি।  ভাবতে ভাল লাগে যে ট্রাফিক জ্যামে হ্যান্ডেল ধরার ঝামেলা নেই। বেশ আরাম তাই না? শহরে নিরাপদ, স্মার্ট আর লাইফস্টাইল ফ্রেন্ডলি যাতায়াত কেমন হতে পারে BMW সেটা দেখিয়ে দিলো।

তবে একটা বিষয় তারা এখনো বলে নাই যে এটা বাজারে আসবে কবে? এখনও তারিখ ঘোষণা হয়নি। কিন্তু কেন জানি মনে হচ্ছে তারা বেশ বড় কিছু নিয়ে আসছে যা মোটরসাইকেল বাজারে নতুন রুপ নিয়ে আসবে।

আর হ্যাঁ, শেষমেশ একটাই কথা আমি সত্যি একদিন এই স্কুটারে টেস্ট রাইড দিতে চাই। শহরের ভিড়ে, নিজের চোখে, নিজের হাতে অনুভব করতে চাই এবং ফিল করতে চাই প্রযুক্তির ভবিষ্যৎ কেমন লাগে। আপনার মতামত কি???