স্কুটারের ইঞ্জিনের জন্য সেরা সমাধান হতে পারে Mobil Super Moto 10W 30 Scooter ইঞ্জিন অয়েল
This page was last updated on 05-Jul-2025 11:29am , By Raihan Opu Bangla
স্কুটার ব্যবহারকারীদের একটি কমন অভিযোগ হচ্ছে বাজারে স্কুটারের জন্য ডেডিকেটেড মানসম্পন্ন ইঞ্জিন অয়েল তেমন একটা পাওয়া যায় না। ফলে তারা বিভ্রান্ত হয়ে অন্যান্য ক্যাটাগরির মোটরসাইকেল গুলোর ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। এর ফলে একদিকে যেমন তারা ভাল পারফরমেন্স থেকে বঞ্চিত হন অপরদিকে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন অয়েলটি ইঞ্জিনের সাথে সঠিকভাবে স্যুট না করায় দীর্ঘমেয়াদে স্কুটারের ইঞ্জিনের জন্যেও ক্ষতি বয়ে আনে।
Mobil Super Moto 10W 30 Scooter Engine Oil

এই সমস্যার সমাধানে Mobil Bangladesh তথা MJL Bangladesh PLC স্কুটার রাইডারদের কথা চিন্তা করে দেশের বাজারে নিয়ে এসেছে বিশ্বখ্যাত লুব্রিকেশন ব্র্যান্ড Mobil এর স্কুটার ডেডিকেডেট ইঞ্জিন অয়েল Mobil Super Moto 10W 30।
Mobil এর হাই পারফর্মেন্স ইঞ্জিন অয়েল Mobil 1 যে প্রযুক্তিতে বানানো সেই একই প্রযুক্তি ব্যবহার করে Mobil Super Moto 10W 30 Scooter ওয়েলটি প্রস্তুত করা হয়েছে, যা যে কোন ধরণের স্কুটারের জন্য উপযোগী।

Also Read: Engine Oil Price In Bangladesh
লেটেস্ট JASO MB API-SL এডভান্সড এডিটিভ টেকনলজির এই অয়েলটি ফুল সিন্থেটিক এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইঞ্জিন টেস্ট সিকুয়েন্স এ প্রমাণিত হয়েছে অয়েল টি ৫৭% বেশি ওয়্যার প্রটেকশন নিশ্চিত করে যা স্কুটারের ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব এবং ফুয়েল ইকোনমি বাড়ায়।

সাথে হিট এক্টিভেট এন্টি ওয়্যার মলিকুল উচ্চ তাপমাত্রায় অয়েলের কার্যকারিতা ধরে রাখতে সহায়ক। স্কুটারের ট্রান্সমিশন সাধারণত CVT বা সহজ কথায় অটোগিয়ার হয়ে থাকে, স্কুটারের জন্য বিশেষভাবে অয়েলটি নির্মিত বলে এই অংশে খুব ভালভাবে কাজ করতে পারে। পাশাপাশি স্কুটারের ইঞ্জিনের ভেতরের দিক ৩ ধাপে পরিষ্কার রাখা ছাড়াও ক্ষয় প্রতিরোধ করে।
তাই আমাদের রেকমেন্ডেশন, আপনার স্কুটার থেকে ম্যাক্সিমাম পারফর্মেন্স পাওয়ার জন্য স্কুটার ডেডিকেটেড বিশ্বমানের Mobil Supermoto Scooter অয়েলটি হতে পারে পারফেক্ট অপশন।
