Lifan KPR 165R FI CBS প্রি-বুকিং নেয়া শুরু হয়েছে
This page was last updated on 28-Jul-2024 07:50am , By Raihan Opu Bangla
বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে লিফান। রাসেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে লিফানের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। লিফান নিয়ে আসতে যাচ্ছে নতুন Lifan KPR 165R FI CBS এবং তারা বাইকটির প্রি-বুকিং নেয়া শুরু করেছে।
Lifan KPR 165R FI CBS প্রি-বুকিং নেয়া শুরু হয়েছে
বাইকটির মুল্য রাখা হয়েছে ২,১৫,০০০/- টাকা, তবে যারা এখন বুকিং করবেন তাদের জন্য রয়েছে ৫,০০০/- টাকা ছাড়। এই ৫,০০০/- টাকা ছাড়ের অফারটি চলবে আগামী ৫ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত। Lifan KPR বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস বাইক সিরিজের মধ্যে একটি। বাংলাদেশের বাইকাররা স্পোর্টস বাইক রাইড করতে পছন্দ করেন। এজন্য তারা কম বাজেট এর মধ্যে স্পোর্টস বাইক খুজে থাকেন। কারণ বাংলাদেশে স্পোর্টস বাইকের দাম বেশি। তবে লিফান এই সকল বাইকারদের স্বপ্ন পূরনে নিয়ে এসেছে লিফান কেপিআর সিরিজ। আর চাইনিজ বাইক সিরিজের মধ্যে লিফান অনেক জনপ্রিয়। আর কেপিআর সিরিজের কারণে তাদের নামের সাথে যুক্ত হয়েছে "The Most Affordable Sportbike In BD"।
নতুন এই Lifan KPR 165R FI CBS বাইকটির ইঞ্জিনে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। ইঞ্জিন সেই একই ১৬৫সিসি, ফোর স্ট্রোক, ২টি ভাল্ব, সিঙ্গেল সিলিন্ডার, ভার্টিক্যাল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 16.8 BHP @ 8000 RPM and 17 NM @ 6500 RPM উৎপন্ন করতে পারে। শক্তি ট্রান্সমিশনের জন্য ইঞ্জিনের সাথে দেয়া হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।
কেপিআর পরিচিত হচ্ছে তার ইঞ্জিনের শক্তির জন্য বা র পাওয়ার। তবে এই পাওয়ার এর কারণে ব্রেকিং ও ব্যালেন্স অনেক ভাল হওয়া দরকার। লিফান সেই কাজটি সুন্দর ভাবে করেছে। এছাড়া তারা ব্রেকিং আরও ভাল করার জন্য নিয়ে এসেছে সিবিএস। তারা প্রথমে Lifan KPR 150 V2 CBS দিয়েছে বাংলাদেশে নিয়ে এসেছে। এবার তারা নিয়ে আসতে যাচ্ছে Lifan KPR 165R FI CBS। সিবিএস হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।
এখন লিফান তাদের নতুন এই বাইকটিতে দিচ্ছে ৫,০০০/- টাকার ছাড়। তাই দেরি না করে এখনই আপনার পছন্দের কেপিআর বাইকটি প্রি-বুকিং দিয়ে ফেলুন। কোভিড-১৯ এর তৃতীয় ধাপ শুরু হয়েছে। সবাই গন পরিবহন এবং ভীড় এড়িয়ে চলছে। অপর দিকে গাড়ি অনেক বেশি ব্যয়বহুল, তাই টু-হুইলার এর প্রতি সবাই আগ্রহী হচ্ছে। এখানে মোটরসাইকেল একটি ভাল অপশন হতে পারে। তাই আমরা সবাইকে অনুরোধ করব যেন জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হন। ধন্যবাদ।