বাইকারদের জন্য আকর্ষনীয় মূল্যে প্রিমিয়াম উইন্ডব্রেকারের কালেকশন নিয়ে আসলো DCS Motorsports
This page was last updated on 21-Sep-2025 12:36pm , By Arif Raihan Opu
বাইকারদের জন্য উইন্ডব্রেকার কত গুরুত্বপূর্ণ একটি জিনিস তা নতুন করে বলার কিছু নেই। বাতাসের বেগ কমানো সহ ডাস্ট কোট হিসেবেও উইন্ডব্রেকার কাজ করে। লাইফস্টাইল ও বাইকিং এক্সেসরিজ নিয়ে স্বল্প সময়ে আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে যে কয়েকটি ব্র্যান্ড তাদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে DCS তাদের মধ্যে অন্যতম। সম্প্রতি বাইকারদের জন্য আকর্ষণীয় মূল্যে নতুন ডিজাইনের উইন্ডব্রেকার নিয়ে এসেছে DCS।
DCS এক্সক্লুসিভ উইন্ডব্রেকার

DCS এর এই নতুন উইন্ডব্রেকার গুলোর প্রত্যেকটি পলি মাইক্রো ফেব্রিক দিয়ে প্রস্তুতকৃত যা পরতে আরাম ও বেশ প্রিমিয়াম ফিল দেয়। গরমকালেও বেশ কম্ফোর্টেবলি উইন্ডব্রেকার গুলো ব্যবহার করা যায়।
প্রত্যেকটি ডিজাইন আকর্ষণীয় এবং মার্জিতভাবে তৈরি। গ্রীষ্মকালের ধুলোবালি ও বাতাস থেকে আপনাকে সুরক্ষিত রাখার জন্য এর গুণগত মান এবং আরামদায়ক ফিট অত্যন্ত নিখুতভাবে বজায় রাখা হয়েছে। উইন্ডব্রেকার গুলো যে কোন স্বাস্থ্য ও উচ্চতার বাইকারদের জন্য আলাদা আলাদা সাইজ অনুযায়ী বেশ স্টাইলিশ।

নিয়ন, কফি, অ্যাশ, ব্লু, ব্ল্যাক, রেড সহ আকর্ষণীয় কালার কম্বিনেশনে উইন্ডব্রেকার গুলো বর্তমানে বাজারে এভেইলেবল।

শুধু তাই নয়, রয়্যাল এনফিল্ড এবং ইয়ামাহা লাভারদের জন্য লোগো লিভারি সংবলিত উইন্ডব্রেকার ও নিয়ে এসেছে DCS। এই আকর্ষণীয় প্রিমিয়াম উইন্ডব্রেকারগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৭৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০৫০ টাকা মাত্র।
আরো বিস্তারিত জানতে অথবা DCS এর উইন্ডব্রেকার সহ অন্যান্য আইটেম এক্সপিরিয়েন্স করতে তাদের ওয়েবসাইট এবং অফিশিয়াল শোরুম ভিজিট করতে পারেন।
