বাজাজ পালসার এনএস ১৬০ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করলো উত্তরা মোটরস
This page was last updated on 18-Aug-2025 11:16am , By Saleh Bangla
উত্তরা মোটরস বাংলাদেশে লঞ্চ করলো বাজাজ পালসার এনএস ১৬০। এই মোটরসাইকেলটি বাংলাদেশের তৃতীয় মোটরসাইকেল যেটি টিভিসি এপ্যাচি আরটিআর ১৬০ এবং স্পিডার কান্ট্রিমান এর পরে লঞ্চ করা হল। বাংলাদেশের সবথেকে বেশি বিক্রিত মোটরসাইকেলটি হল পালসার ১৫০ সিসি। সেই অনুযায়ী বাজাজ পালসার এনএস ১৬০ এর দাম বাংলাদেশে ধরা হয়েছে ১৯৯,৫০০ টাকা।
উত্তরা মোটরস বাংলাদেশে লঞ্চ করলো পালসার এনএস ১৬০।

<<<<See The First Impression Review of Bajaj Pulsar 160 NS In Bangladesh>>>
Also Read: Bajaj Platina 100 ES (2015) Price in BD

লঞ্চিং প্রোগামটি বসুন্ধারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এর পাশে পূর্বাচল ৩০০ ফিট কুড়িল এ অনুষ্ঠিত হয়। প্রোগামে উত্তরা মোটরস লিমিটেড এন্ড বাজাজ অটো লিমিটেড (ইন্ডিয়া) এর উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রোগামে বাজাজ অটো (ইন্ডিয়া) এর পক্ষ থেকে মি.ভিশাল বলেছেন যে বাংলাদেশে তাদের ২৫০ এর বেশি ডিলার আছে এবং তারা ১০ বছরেরও বেশি সময় ধরে মার্কেট লিডার বাংলাদেশে।
বাজাজ পালসার এনএস ১৬০ দেখতে বেশ পেশীবহুল এবং নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক। বাইকটি ইঞ্জিন পাওয়ার ১৬০ সিসি ডিটিএস-আই অয়েল কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ১৫.৩ বিএইচপি ও ১৪.৬ এনএম টর্ক দিতে সক্ষম। এটার সামনে টেলেস্কোপ সাস্পেনশন ও পিছনে নাইট্রো মনোশক সাস্পেনশন আছে।

Also read: উত্তরা মোটরস দিচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী অফার !!!
বাজাজ পালসার এনএস ১৬০ এর টায়ার গুলো এলয় হুইলস ও সামনে ২৪০মি.মি. ডিস্ক ব্রেক ও পিছনে ১৩০ মি.মি. ড্রাম ব্রেক রয়েছে। পিছনে রয়েছে ১১০ স্পেফিকেশন। এছাড়া দুটো টায়ার ই টিউবলেস। অন্যান্য ফিচার এর মধ্যে এটা দেখতে মাস্কুলার টাইপ এবং স্টাইলিশ, এর সামনের হেডলাইট কপি করা হয়েছে বাজাজ পালসার এনএস ২০০ এর প্রেডিটর স্টাইল এর এবং ফ্রেমটি প্যারিমিটার টাইপ।
Also Read: Bajaj Pulsar 220 DTS-Fi (2007) Price in BD
বাইকটি তুলনামূলকভাবে অন্য ১৬০সিসি সেগমেন্ট এর মোটরসাইকেল থেকে বেশ আরামদায়ক। বাইকটি ওজনের দিক থেকে ১৪২ কে.জি. ও ফুয়েল ট্যাংক ১২ লিটার ফুয়েল রাখতে সক্ষম। বাংলাদেশে বাজাজ পালসার এনএস ১৬০ এর ৪ ধরণের কালার পাওয়া যাবে সেগুলো হল ম্যাট লাল, ম্যাট নীল, ম্যাট সাদা এবং ম্যাট ধূসর।
Also Read: বাজাজ পালসার এনএস ১৬০ এ চলছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার !!!
উত্তরা মোটরস বাংলাদেশে গত ২০০২ সালে বাজাজ পালসার লঞ্চ করে। কিন্তু প্রশ্ন হল যে কবে আর একটি ১৬০ সিসি আসবে। উত্তরা মোটরস বাংলাদেশে বাজাজ পালসার এনএস ১৬০ লঞ্চ করছে। এছাড়া টিভিএস তাদের আরটিআর সিরিজের ১৬০সিসি বাইক লঞ্চ করেছে অবিশ্বাস্য দামে। এখন আমরা হোন্ডা সিবি হরনেট এর লঞ্চ এর জন্য অপেক্ষা করছি যেটা ১৬০সিসি সেগমেন্ট এর মোটরসাইকেল ঝড় তুলতে পারে বাংলাদেশে।
