বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ৫,০০কিমি মালিকানা রিভিউ - অলি আহমেদ শুভ

This page was last updated on 11-Jul-2024 03:20am , By Saleh Bangla

আমি অলি আহমেদ শুভ । বাইক চালানো টা অনেকটাই নেশার মত । অনেক দিন থেকেই রাইড করছি । বর্তমানে আমি বাজাজের ডিস্কোভার সিরিজের একটি বাইক রাইড করছি । মোটরসাইকেলটি হচ্ছে বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ সালের ভার্সন । তাই আজ আমি আপনাদের কাছে আমার বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ এর মালিকানা রিভিউ শেয়ার করছি । 

 বাজাজ বাংলাদেশের অন্যতম ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানি । বর্তমানে তাদের বাইক ই সবচেয়ে বেশি বিক্রিত বাইকের তালিকায় রয়েছে । বাজাজ প্লাটিনা ও বাজাজ ডিস্কভার সিরিজ অনেক জনপ্রিয় । তবে কমিউটিং এর জন্য আমার আছে স্টাইলিশ ও সুন্দর মনে হয়েছে ডিস্কভার কেই । বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ ভার্সনটি আগের ভার্সন গুলোর চেয়ে অনেক বেশি উন্নত এবং এর ডিজাইনেও পরিবর্তন এসেছে । বাইকটি আগের থেকে অনেক বেশি স্টাইলিশ হয়েছে । এর কালার গ্রাফিক্স ও চেঞ্জ হয়েছে । বডি প্যানেল এর রং আর স্টিকারের কাজ গুলোও সুন্দর। 

 বাজাজ ডিস্কভার ১২৫ বাইকটি ১২৫সিসি সেগমেন্টের কমিউটার বাইক। বাইকটিতে রয়েছে ১২৫ সিসি ফোর স্ট্রোক , এয়ারকুল্ড ইঞ্জিন । বাইকটির সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম । এছাড়া এর ড্যাশ বোর্ড হচ্ছে ডিজিটাল ড্যাশ বোর্ড এর সাথে আছে এনালগ রেভ কাউন্টার । ৫০০ কি:মি: চালানো শেষ হয়েছে। প্রথম মোবিল ডাউন দেয়া হয়েছে ৪৫০ কি:মি: এর পর। মবেল ডাউন দেয়ার সময় মবেল ফিল্টার টা চেঞ্জ করে দিয়েছে মোবিল ফিল্টার টি আমাকেই কিনে দিতে হয়েছে। ফ্রি সার্ভিস এ এটি কম্পানি ফ্রি দেয় কিনা যানি না। 

 ৮০০ টাকার তেল এ টাংকি ফুল হয়েছে। তা দিয়ে ৪২০ কি:মি: চালিয়েছি। রিজার্ভ এ যাওয়ার আগেই আবার তেল তুলি। সেই হিসেবে এভারেজ ৫৫-৬০ মাইলেজ পাচ্ছি। মফস্বল এ চালানো হয়েছে। ২০০ কি:মি: এর আগে সেল্ফ ব্যবহার করি নি। ব্রেক ইন পিরিয়ড চলছে। তাই স্পিড ৪৫ এর উপর উঠাই নি। তবে প্রায় সময় ই ৩০-৩৫ এর মাঝে চালিয়েছি। গিয়ার ১=১০-১৫; গিয়ার ২=১৫-২৫; গিয়ার ৩=২৫-৩০; গিয়ার ৪=৩০-৩৫; ৫ম গিয়ার খুব কম ই ব্যবহার করেছি। 

 ইঞ্জিন সাউন্ড স্মুথ। আমার কাছে কিছুটা Discover 135 এর কাছাকাছি মনে হয়েছে। ডিজিটাল মিটারটি পছন্দ হয়েছে অনেক। হেড লাইট টিও আমার কাছে অনেক ভাল লেগেছে। রাতের বেলার ফটোগ্রাফি তে অনেক হেল্প করেছে। বর্তমানে বাজাজ ডিস্কভার ১২৫ ২০১৮ এর ভার্সনটির দাম হচ্ছে  ১,৪৪,৫০০ টাকা। 

Also Read:  বাজাজ ডিস্কভার ১১০ খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে

লিখেছেনঃ অলি আহমেদ শুভ   

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।