ব্যবহারকারীর অভিজ্ঞতায় Revoo A12S ইলেকট্রিক বাইক - জিসান

This page was last updated on 08-Jul-2025 06:49pm , By Shuvo Bangla

আমি জিসান, বর্তমানে আমি Revoo A12S মডেলের একটি ইলেকট্রিক বাইক ব্যবহার করছি। মূলত এই বাইকটি কেনার সিদ্ধান্ত নিই এর স্বল্প মেইনটেনেন্স খরচ, ফুয়েল ছাড়াই চালানো যায়, হালকা ওজন এবং মবিল ব্যবহারের প্রয়োজন নেই এই সুবিধাগুলোর জন্য।

আমি বাইকটি ঢাকা, মোহাম্মদপুরে অবস্থিত Revoo-এর শোরুম থেকে কিনেছি। ক্রয়মূল্য ছিল ১,০১০০০ টাকা। এখন পর্যন্ত আমি প্রায় ১০০০+ কিলোমিটার রাইড করেছি।


রেঞ্জ ও চার্জিং টাইম - 

একবার ফুল চার্জ দিলে বাইকটি সাধারণত ৭৫-৮০ কিমি পর্যন্ত যায়। কিছু কিছু সময় ৮০-৮৫ কিমিও মিলে গেছে। ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৫ থেকে ৫.৫ ঘণ্টা।

সার্ভিসিং ও পার্টস -

এখন পর্যন্ত বাইকে কোনো পার্টস বদলানোর প্রয়োজন হয়নি। সার্ভিসিং সাপোর্ট অনেক ভালো — আমি যতবার ব্রেকিং বা এন্টি-থেফট এলার্ম সংক্রান্ত সমস্যার জন্য গিয়েছি, সঙ্গে সঙ্গেই সমাধান পেয়েছি।

Revoo A12S বাইকের ভালো দিক -

  • ফুয়েল লাগে না
  • রাইডে আরামদায়ক
  • ছোট সাইজ, শহরে চালানোর জন্য ভালো
  • হালকা ও নিয়ন্ত্রণে সহজ

Revoo A12S বাইকের কিছু সীমাবদ্ধতা বা খারাপ দিক -

  • চাকার সাইজ ছোট, ফলে কিছুটা ভারসাম্য সমস্যায় পড়তে হয়
  • ব্রেকিং সিস্টেম আরও উন্নত হতে পারত
  • সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা হাইওয়েতে এটা কিছুটা সমস্যা করে
  • স্টক হর্নের আওয়াজ অনেক কম
  • পিলিয়ন এর পা রাখার জায়গা ভাল না 
  • ফিমেল রাইডারদের জন্য সাইড ফুট রেস্ট নেই

রাইডিং এক্সপেরিয়েন্স -

শহরে চালানোর জন্য এটি একদম উপযুক্ত। হালকা ও কমপ্যাক্ট ডিজাইনের কারণে জ্যামে কিংবা ভিড়ভাটায় সহজে চালানো যায়। তবে হাইওয়েতে গতির অভাবে কিছুটা অসুবিধা হতে পারে।

যদি আপনার বাজেট সীমিত হয় এবং মাসিক খরচ কমাতে চান, তাহলে এই ধরনের ইভি বাইকগুলো হতে পারে এক চমৎকার অপশন। যদিও বাংলাদেশ এখনো ইলেকট্রিক বাইক ব্যবহারে কিছুটা পিছিয়ে, আশা করি ভবিষ্যতে আরও ভালো অপশন আসবে।

বাইক চালানোর সময় সবচেয়ে বেশি মজার জিনিস হচ্ছে প্রায় সবাই জানতে চায় এক চার্জে কত কিলোমিটার চালানো যায় ! এই প্রশ্ন শুনতে শুনতেই মজা পাই। আপাতত এই অভিজ্ঞতা পর্যন্তই, সামনে আরও চালিয়ে বিস্তারিত অভিজ্ঞতা জানাবো ইনশাআল্লাহ। রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ । 

লিখেছেনঃ জিসান

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।