বাংলা নববর্ষ ১৪৩২ কাল বৈশাখী বাতাসে বিশাল ছাড় বাজাজে

This page was last updated on 22-Apr-2025 04:00pm , By Arif Raihan Opu

বাংলাদেশের বাইকারদের মাঝে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে বাজাজ মোটরসাইকেল। বাজাজ তাদের কমিউটার সহ সকল সেগমেন্টে বেশ জনপ্রিয় কিছু মোটরসাইকেল মডেল রয়েছে। বাজাজের নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল ক্রয় করলেই পাবেন ছাড়। 

বাজাজ কাল বৈশাখী অফার ১৪৩২

bajaj-kal-boishakhi-offer-1432-2025

বাজাজ দিচ্ছে “কাল বৈশাখী বাতাসে বিশাল ছাড় বাজাজে” অফার। এই অফারে বাজাজ তাদের নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলের উপর দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।

Also Read: Bike Price In Bangladesh

বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে পালসার। লুকস, ডিজাইন, পাওয়ার সহ সব দিক থেকে বাংলাদেশের মোটরসাইকেল জগতে পালসারের নাম সবার উপরের দিকেই থাকবে। 

এছাড়া বাজাজের কমিউটার সেগমেন্টের প্লাটিনা এবং ডিস্কভার সিরিজও অনেক গুরুত্বপূর্ন। বিশেষ ভাবে ডিস্কভার সিরিজ বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় একটি সিরিজ। 

বাজাজের এই অফার সহ বিস্তারিত জানতে বাজাজ এর অথোরাইজ শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।