বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ? কি কি ক্ষতি হয় - বিস্তারিত

This page was last updated on 30-Jul-2024 02:35am , By Ashik Mahmud Bangla

বাইকে মরিচা ধরা অনেক বড় একটা সমস্যা, আর যখন একবার বাইকে মরিচা ধরা শুরু করে আস্তে আস্তে এই মরিচা ওই অংশের বড় ধরনের ক্ষতি করতে থাকে। তাই যখন বাইকের চেসিস এবং গুরুত্বপূর্ণ অংশে মরিচা ধরবে, তখন আপনার উচিৎ সাথে সাথে মরিচা পরিষ্কার করে ফেলা, না হলে আপনি আগামীর দিনে বড় ধরনের সমস্যায় পরবেন। 

বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ? কি কি ক্ষতি হয় - বিস্তারিত

Bike Tips

বাইকে মরিচা কিভাবে সৃষ্টি হয়?

লোহা শক্ত কিন্তু মরিচা ভঙ্গুর। বিশুদ্ধ লোহা বাতাসের জলীয়বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে। এতে ফেরাস অক্সাইড নামক নতুন পাদার্থের সৃষ্টি হয় যা মরিচা নামে পরিচিত।

বাইকে মরিচা দূর করার উপায়ঃ

১) লবণ এ লেবুর রসের ব্যবহার

লবণের ক্ষয়কারক এবং লেবুর অ্যাসিডিক উপাদান খুব সহজে মরিচা দূর করার ক্ষমতা রাখে। ২-৩ টেবিল চামচ লবণের সাথে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর এই মিশ্রণটি দিয়ে আপনার বাইকের মরিচা পড়া অংশে লাগিয়ে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর ভালোভাবে ঘষে তুলে নিন, এই পদ্ধতিতে মরিচা তুলতে পারবেন।

লবণ-এ-লেবুর-রসের-ব্যবহার

২) বেকিং সোডার ব্যবহার

পানির সাথে বেকিং সোডা মিশিয়ে ঘন থকথকে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর এই পেস্ট মরিচার উপরে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। একেবারে শুকিয়ে ফেলবেন না, একটু ভেজা থাকতেই ঘষে তুলে ফেলুন। খুব সহজেই মরিচা চলে যাবে। বাইকের পার্টস, যন্ত্রপাতি থেকে মরিচা তুলতে এই পদ্ধতিই ভালো।

আলুর-ব্যবহার

৩) আলুর ব্যবহার

শুনতে হাস্যকর শোনালেও আলু মরিচা তুলতে বেশ কার্যকরী একটি উপাদান। আলুর অক্সালিক অ্যাসিড মরিচা তুলতে সহায়তা করে। আলু মোটা স্লাইস করে কেটে এর উপরে লবণ ছড়িয়ে নিয়ে তা দিয়ে মরিচা পড়া অংশ ঘষে নিন। দেখবেন খুব ভালো করেই মরিচা দূর হয়ে যাচ্ছে।

৪) ভিনেগারের ব্যবহার

মরিচা দূর করার আরেকটি ভালো উপাদান হচ্ছে ভিনেগার। মরিচা পড়া জিনিসগুলো ভিনেগারে ডুবিয়ে রাখুন ভালো করে। এবং একটি কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। দেখবেন খুব সহজেই মরিচা উঠে যাচ্ছে।

কোকাকোলা-ব্যবহার

৫) কোকাকোলা ব্যবহার

শুনতে অবাক লাগলেও আমি বাইকের মরিচা কোকাকোলা ব্যবহার করে কয়েকবার দূর করেছি। বাইকের মরিচা দূর করার জন্য কোকাকোলা অনেক ভালো কাজ করে। বিশ্বাস না হলে নিজেই ট্রাই করে দেখুন। যেখানে মরিচা পরেছে ওই জায়গাটি কোকাকোলা দিয়ে প্রথমে ভালোভাবে ভিজিয়ে নিন, তারপর সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগে জায়গাটি পরিষ্কার করে ফেলুন। দেখবেন মরিচা দূর হয়ে গেছে ।

মরিচা-বাইকের-কি-কি-ক্ষতি-করে

মরিচা বাইকের কি কি ক্ষতি করে ? 

বাইকে যখন মরিচা পরে তখন বাইকের সেই স্থানগুলো আস্তে আস্তে ভেংগে যেতে শুরু করে।  আর বাইকের চেসিস বা গুরুত্ব পূর্ণ স্থানগুলো যদি মরিচার কারনে ভেংগে যায় তাহলে আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই মরিচা থেকে যতটা সম্ভব সাবধান থাকুন। আপনি যদি নিজের বাইকের যত্ন নিয়ে থাকেন তাহলে বাইকে খুব সহজে মরিচা পরে না।

আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন অনেকে বাইক নিয়ে সাগর পাড় দিয়ে বাইক চালান, সাগর পার দিয়ে বাইক চালালে অবশ্যই সাথে সাথে বাইকটা নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। না হলে দেখবেন বাইকে দ্রুত মরিচা পরে গেছে।