Hero Hunk 150 বাইক নিয়ে মালিকানা রিভিউ - সনজিত দে
This page was last updated on 30-Jul-2024 07:24am , By Shuvo Bangla
আমি সনজিত দে । Hero Hunk 150 বাইকটি আমি দীর্ঘ দিন যাবত ব্যাবহার করছি । বাইকটি নিয়ে আপনাদের সাথে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।
প্রথমেই সালাম / আদাব জানাই বাইকবিডির গুরুত্বপূর্ণ ভাইদের এবং সকল সদস্যদের । বাইকবিডি গ্রুপে যুক্ত হয়ে অনেক কিছু শিখতে পেরেছি, বাইক সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পেরেছি । আমার বাইক নিয়ে আগ্রহ ছোট বেলা থেকেই, হাতেখড়ি হয়েছিল ২০১৩ সালে বাজাজ বক্সার বাইক দিয়ে ।
তাও সম্পুর্ন একা একা শিখেছি ইউটিউব এর সহযোগিতা নিয়ে । শিখা কালিন সময় যা যা ভুল হতো, পরে ভিডিও দেখে দেখে ভুল ঠিক করতাম ।তারপর লাইসেন্স বের করি এবং এর পর থেকে নতুন বাইক নিয়ে পথ চলা শুরু করি ২০১৪ সালে টি়ভিএস মেট্রোর সাথে ।
দীর্ঘ ৫ বছর বাইকটির সাথে পথ চলেছি , রীতিমত আমার ব্যক্তিগত জীবনের অংশ হয়ে গেছিলো । তারপর একদিন বাইকটিকে হারিয়ে ফেলি, বসুন্ধরা এলাকা থেকে চুরি হয়ে যায় । অনেক কষ্ট পেয়েছি বাইকটিকে হারিয়ে ।
তারপর ২০২০ সালে নতুন সঙ্গী হয় হিরো হাংক , হিরোর শোরুম থেকে বাইকটি ক্রয় করে সেটা নিয়ে এখনো চলছে আমার পথচলা । তবে বেশকিছু দিন হলো বাইক নিয়ে কম বের হই , সামান্য বেতনে চাকরি করি, তেল কিনে কুলাতে পারি না । সামনে ইচ্ছে আ়ছে হাংক থেকে বের হয়ে আবার ছোট কোন বাইক ক্রয় করব ।
বাইক নিয়ে পথচলা কালীন আমার কোন,আফসোস হয় নি, বরং সফল হয়েছি কিছু কিছু দিক দিয়ে । বর্তমানে আমি বিবাহিত , বাইক আমাকে দিয়েছে যাত্রা পথে সহজ রাস্তার ম্যাপ । বাইক নিয়ে আমার কোন দূর্ঘটনার হিস্ট্রি নেই । ধন্যবাদ বাইকবিডি ।
লিখেছেনঃ সনজিত দে