৩৫০সিসি সেগমেন্টে জনটেস মোটরসাইকেলের যেসব মডেল বাংলাদেশে আসতে পারে

This page was last updated on 01-Aug-2024 04:53am , By Raihan Opu Bangla

বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল কোম্পানি গুলো বেশ দ্রুততার সাথে জনপ্রিয় হচ্ছে। বর্তমানে অনেক চাইনিজ মোটরসাইকেল কোম্পানি রয়েছে যারা ভাল মানের ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসছেন। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জনটেস মোটরসাইকেল। 

৩৫০সিসি অনুমোদন পাওয়ার পর জনটেস মোটরসাইকেলের বেশি এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর কারণ হচ্ছে তাদের উচ্চ সিসির অনেক মোটরসাইকেল রয়েছে যা বাংলাদেশে আসার সম্ভাবণা রয়েছে। এছাড়া ইউরোপে জনটেস অনেক জনপ্রিয় একটি মডেল। চলুন দেখা নেয়া যাক বাংলাদেশে জনটেস এর ৩৫০সিসি মডেলের মোটরসাইকেল আসতে পারে।

Zontes 350R –

জনটেস এর ক্ষেত্রে আমরা বেশি ভাগ মডেল দেখতে পাই নেকেড স্পোর্টস সেগমেন্টের। সেই সুবাধে Zontes 350R বাইকটি বেশ আকর্ষণীয় মনে হয়েছে। বাইকটির লুকস ডিজাইন এবং ইঞ্জিনের পাওয়ার দেখে মনে হয়েছে বাইকটি বাংলাদেশে আসার সম্ভবনা রয়েছে। 

Zontes 350R

আমাদের পাওয়া তথ্যমতে বাইকটি বেশ এগ্রেসিভ একটি বাইক। এর ইঞ্জিন পাওয়ার থেকে শুরু করে সব কিছু ৩৫০সিসি সেগমেন্টে বেশ বড় ধরনের একটি ছাপ রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

Zontes 350X –

যদিও আমরা এখনও নিশ্চিত নই যে এই বাইকটি আসবে নাকি আসবে না। তবে বাইকটির ব্যাপারে আমরা আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করছি। বাইকটির লুকস ও ডিজাইন স্পোর্টস বাইকের ধরনের। আবার কিছুটা হচ্ছে ট্যুরিং বাইকের ডিএনএ বহন করে থাকে।

Zontes 350X

বাইকটির ইঞ্জিন পাওয়ার থেকে শুরু করে এটি একটি পুরো প্যাকেজ হিসেবে ধরা যায়। স্পোর্টস ট্যুরিং ডিএনএ বহন করা এই বাইকটি বাংলাদেশ না আসার সম্ভবনা বেশি। তবে যদি আসে সেক্ষেত্রে বাইকটি বাইকারদের অনেক বেশি আকর্ষণ করবে বলে আমরা ধারণা করছি। 

Zontes GK350 –

বাংলাদেশ প্রতি বছর ঢাকা বাইক শো অনুষ্ঠিত হয়। ২০২২ সালে জনটেস ঢাকা বাইক শোতে এই বাইকটি শো করার জন্য এনেছিল। বাইকটি লুকস ও ডিজাইনের ক্ষেত্রে ক্যাফে রেসারে এর ডিএনএ বহন করে থাকে। 

Zontes GK350

কিন্তু বাইকটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি মোটরসাইকেল। বাইকটি শো করার পর থেকেই বাইকারদের মধ্যে বাইকটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। আমরা আশা করছি বাইকটি বাংলাদেশে জনটেস নিয়ে আসবে। 

Zontes 350T এবং Zontes 350T ADV –

বাংলাদেশে ট্যুরিং বাইকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এর অন্যতম কারণ হচ্ছে ট্যুরিং বাইকের সব কিছু নিয়ে ভ্রমণ বেশ আরামদায়ক হয়ে থাকে। সেই সুবাদে বাংলাদেশের ট্যুরিং সেগমেন্ট এখন বেশ জনপ্রিয়। 

জনটেসের দুটি ট্যুরিং মোটরসাইকেল রয়েছে। একই সেগমেন্টে বাইক দুটির মডেল একই। তবে বাইক দুটির মধ্যে কিছু সুক্ষ্ম পার্থক্য রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে জনটেস আদৌ বাইক গুলো বাংলাদেশে নিয়ে আসবে কিনা। 

আমরা আশা করছি জনটেস বাংলাদেশের বাইকারদের জন্য তাদের উচ্চ সিসি এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মোটরসাইকেল গুলো বাংলাদেশে নিয়ে আসবে। এখানে দামের একটি ব্যাপার থেকে যাচ্ছে। আমরা এটা নিয়েও আশাবাদী যে দাম ক্রেতা সাধারণের হাতের নাগালের মধ্যেই থাকবে। ধন্যবাদ।