Bajaj Discover 125 ৬ বছর ব্যবহারের পর মালিকের অভিজ্ঞতা - মিনটু হোসেইন
This page was last updated on 28-Aug-2025 06:10pm , By Shuvo Bangla
আমি মোঃ মিনটু হোসেন , আমি বর্তমানে Bajaj Discover 125 বাইকটি ব্যবহার করছি যেটি ২০১৯ এর মডেল । আজ আপনাদের সাথে আমি আমার বাইকের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।

Bajaj Discover 125 একজন রাইডারের বাস্তব রাইডিং অভিজ্ঞতা
আলহামদুলিল্লাহ, বাইক কেনার দিনটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। তবে সেই সময় একটি ছোট্ট কষ্ট ছিল। আমি এক ভাইকে বলেছিলাম, আমার সাথে বাইক কিনতে যেতে, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। এতে মনটা কিছুটা খারাপ হয়েছিল। পরে আমি একাই মুহাম্মদপুর বাজাজ শোরুম থেকে বাইকটি ক্রয় করি। এখন পর্যন্ত আমার বাইকটি প্রায় 34,000 কিলোমিটার চালিয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো ভালো সার্ভিস পাচ্ছি।
Also Read: Motorcycle Price In Bangladesh

ওভারঅল বাইকটি আমার কাছে ভালোই লেগেছে। তবে যদি এটিকে একটু স্পোর্টস লুক দেওয়া হতো, তাহলে আরও দারুণ হতো বলে মনে করি। শুরুতে হাইওয়েতে প্রায় 60 কিমি/লিটার এবং সিটিতে প্রায় 45 কিমি/লিটার মাইলেজ পেয়েছি। বর্তমানে 6 বছর পার হয়ে গেছে। এখন ঢাকার ভেতরে গড়ে 40+ কিমি/লিটার পাচ্ছি। তবে বর্তমানে হাইওয়ে রাইড করি না, তাই হাইওয়ের আপডেট বলতে পারছি না।
আমি একাধিকবার 250 কিমি লং ট্যুর করেছি, অভিজ্ঞতা ভালো ছিল। বর্তমানে শহরের ভেতরে প্রতিদিন চালাই, এবং সেটাও খুব ভালো অভিজ্ঞতা। বাইক কেনার সময় আমার মূল চিন্তা ছিল অফিস যাতায়াত (৬ কিমি দূরত্ব) এবং পরিবারের চাহিদা। মাইলেজ ও প্র্যাকটিক্যালিটি ভেবে আমি Bajaj Discover 125 কিনেছিলাম। বিশেষ করে যারা অফিসিয়ালি বা দৈনন্দিন কাজে ব্যবহার করতে চান, তাদের জন্য এটি একটি ভালো অপশন। এর মাইলেজ ভালো, লংজিভিটি ভালো, এবং বিক্রি করার সময়ও মার্কেট ভ্যালু যথেষ্ট ভালো পাওয়া যায়।Also Read: Bajaj Bike Price in Bangladesh

সবশেষে বলতে চাই, বাইকটি গত দুই বছরের বেশি সময় সার্ভিসিং করাইনি, তবুও এখনো দারুণ পারফরম্যান্স দিচ্ছে। তাই যারা সবসময় সার্ভিসিং করাতে পারেন না এবং বেশি মাইলেজ চান, তাদের জন্য এই বাইকটি একটি বিশ্বস্ত এবং সাশ্রয়ী অপশন হবে।লিখেছেনঃ আব্দুল্লাহ
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
