Honda CB Hornet 160R নিয়ে একজন ব্যবহারকারীর রাইডিং অভিজ্ঞতা - কাদের
This page was last updated on 31-Aug-2025 06:05pm , By Shuvo Bangla
আমি মোঃ কাদের , আমি আজ আপনাদের সাথে আমার Honda CB Hornet 160R বাইকের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । বাংলাদেশের বাজারে Honda Hornet 160R একটি জনপ্রিয় ও অসাধারণ বাইক। আজ আমি আমার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করছি।

আমি বর্তমানে Honda Hornet 160R ব্যবহার করছি। বাইকটি সত্যিই অসাধারণ, বিশেষ করে ব্রেকিং সিস্টেম এবং রাইডিং কমফোর্টের দিক থেকে। বাইক কেনার আগের ৫ দিন ঘুমই আসছিল না, সবসময় মনে হচ্ছিল কবে বাইক কিনতে যাব।
Also Read: Motorcycle Price In Bangladesh

Honda Hornet 160R – একজন ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতা
অবশেষে সেই বিশেষ দিনে আমার স্বপ্নের বাইক Hornet 160R কেনা হলো। এখন পর্যন্ত আমি ৫২,০০০ কিলোমিটার চালিয়েছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস পাচ্ছি।
ভালো লেগেছে –

- ব্রেকিং সিস্টেম অসাধারণ
- রাইডিং আরামদায়ক
- মাইলেজ ভালো
- ডেইলি কমিউটের জন্য উপযুক্ত
উন্নতির জায়গা –
- পিছনের সাসপেনশন কিছুটা শক্ত
- বৃষ্টির দিনে অন্যান্য বাইকের তুলনায় বেশি কাদা ছিটে
সিটি ও হাইওয়ে মাইলেজ -
সিটিতে: ৩৮–৪০ কিমি/লিটার
হাইওয়েতে: ৪২–৪৫ কিমি/লিটার
সিটি রাইড প্রতিদিন ৫০–৬০ কিমি রাইড করার জন্য একেবারে পারফেক্ট। লং ট্যুর এর অভিজ্ঞতা ভালো, ব্রেকিং সিস্টেমে আত্মবিশ্বাস জোগায়।
Also Read: Honda Bike Price in Bangladesh
কেন এই বাইকটিকে বেছে নিলাম তার মূল কারণ –
- মাইলেজ ভালো
- ব্রেকিং সিস্টেম সেরা
- ডেইলি কমিউট ও রাফ ইউজের জন্য দারুণ উপযুক্ত
সার্বিক মতামত -
Honda Hornet 160R আমার কাছে একেবারেই অসাধারণ একটি বাইক। ব্রেকিং সিস্টেম ও রাইডিং কমফোর্টের কারণে আমি এটিকে "ভালো বাইকের মধ্যে অন্যতম" বলব। ধন্যবাদ ।
লিখেছেনঃ মোঃ কাদের
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
