মবিল সুপার মটো 10W 30 স্কুটার ইঞ্জিন ওয়েল নিয়ে শর্ট রিভিউ
This page was last updated on 30-Oct-2024 02:07pm , By Raihan Opu Bangla
ইঞ্জিন ওয়েলের নাম আসলেই সবার সামনে যেই নামটি ভেসে ওঠে সেটি হচ্ছে মবিল। বাংলাদেশের জনপ্রিয় ইঞ্জিন ওয়েল হচ্ছে মবিল ইঞ্জিন ওয়েল। মবিল শুধু মাত্র ভারী যানবাহন বা হালকা যানবাহনের জন্য ইঞ্জিন ওয়েল তৈরি করে না। মোটরসাইকেল মানে দুই চাকার বাহনের জন্যও ইঞ্জিন ওয়েল তৈরি করে থাকে।
Mobil Super Moto 10W 30 স্কুটার ইঞ্জিন ওয়েল
এই দুই চাকার ইঞ্জিনের ওয়েলের ভেতর অন্যতম হচ্ছে স্কুটার ইঞ্জিন ওয়েল। স্কুটার গতানুগতি ধারা থেকে কিছুটা বাইরে। তাই তাদের ইঞ্জিনের জন্য আলাদা ভাবে ইঞ্জিন ওয়েল তৈরি করতে হয়। বাংলাদেশে স্কুটারের জন্য মবিল নিয়ে আসছে মবিল সুপার মটো 10W 30 গ্রেডের ইঞ্জিন ওয়েল।
মবিল সুপার মটো 10W 30 বিশেষ ভাবে স্কুটারের জন্য তৈরি করা হয়েছে। এই ইঞ্জিন ওয়েলটি স্কুটারে জন্য বিশেষ এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এছাড়া এই ইঞ্জিন ওয়েলটিতে যুক্ত করা হয়েছে সিন্থেটিক প্রযুক্তি যার সাথে আরও যুক্ত করা হয়েছে API SL প্রযুক্তি।
সুপার মটো 10W 30 ইঞ্জিন ওয়েলটি ইঞ্জিকে তিন স্তরে সুরক্ষা দিয়ে থাকে। অন্যান্য ইঞ্জিন ওয়েল থেকে ৫৭% শতাংশ বেশি সুরক্ষা প্রদান করে থাকে।
অপর দিকে ইঞ্জিনের দীর্ঘস্থায়ীত্বতা নিশ্চয়তা প্রদান করে থাকে। উচ্চ তাপমাত্রায় ইঞ্জিন সুরক্ষা প্রদান এবং ঠান্ডা রাখতে সহায়তা করে থাকে।
আমাদের দেশে স্কুটারের জন্য আলাদা ভাবে খুব কম ইঞ্জিন ওয়েল পাওয়া যায়। সেক্ষেত্রে মবিলের এই ইঞ্জিন ওয়েলটি আপনার জন্য বেশ উপকারী হবে বলে আমরাদের ধারণা।