ইয়ামাহা বাংলাদেশ লঞ্চ করেছে Yamaha R15 Version 4 Intensity White এবং Yamaha R15M BS7
This page was last updated on 19-Nov-2023 12:39pm , By Raihan Opu Bangla
সম্প্রতি ইয়ামাহা বাংলাদেশ জাকজমক আয়োজনে লঞ্চ করেছে নতুন Yamaha R15 Version 4 Intensity White এবং Yamaha R15M BS7। গতকাল এসিআই সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করেছে তাদের R15 সিরিজের নতুন মডেল।
ইয়ামাহা বাংলাদেশ লঞ্চ করেছে Yamaha R15 Version 4 Intensity White এবং Yamaha R15M BS7
বাংলাদেশে এসিআই মোটরস হচ্ছে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি তারা R15 সিরিজে নতুন দুটি ভার্সন যুক্ত করেছে। এই ভার্সন দুটি হচ্ছে Yamaha R15 Version 4 Intensity White এবং Yamaha R15M BS7।
এসিআই সেন্টারে এক জমকালো আয়োজনের মাধ্যমে তারা এই বাইক দুটি লঞ্চ করেছে। দুটি বাইকেই তারা নতুনত্ব নিয়ে হাজির হয়েছে। যার মধ্যে R15M বাইকটিতে দেয়া হয়েছে সম্পূর্ন নতুন টিএফটি স্পিডোমিটার এবং BS7 ইঞ্জিন।
এছাড়া সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যেই বাইকটি সেটি হচ্ছে Yamaha R15 Version 4 ইন্টেনসিটি হোয়াইট। অনেকেই একে নাম দিয়েছেন হোয়াইট এঞ্জেল। বাইকটি লুকসের দিক থেকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।
অপর দিকে নতুন সব ফিচার্স, স্পিডোমিটার এবং কালার গ্রাফিক্সের কারণে এই সিরিজে বাইকটি অন্যদের থেকে এগিয়ে রয়েছে। বাইকটির নতুন ফিচার্স হিসেবে যুক্ত করা হয়েছে কালার চেঞ্জিং ডিস্প্লে, দুটি রাইডিং মোড স্ট্রিট ও রেসিং।
বাইক দুটি দাম নিয়ে অনেক প্রশ্ন ছিল, বর্তমানে বাইক দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে R15 Version 4 এর দাম ধরা হয়েছে ৬,৫০,০০০/- টাকা এবং R15M এর দাম হচ্ছে ৬,৭৫,০০০/- টাকা।
লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তা ও ওয়াইআরসি গ্রুপের অনেক সদস্য।
লঞ্চিংয়ের পর কেক কাটা হয় এবং তারপর ছিল আমন্ত্রিত অথিতিদের জন্য সাংস্কৃতিক আয়োজন। এই আয়োজনে অংশ গ্রহণ করেছিল ওয়াইআরসি এর সদস্যরা। আমন্ত্রিত অথিতিরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেছেন।
আমরা আশা করছি, যে এই বাইক দুটি বাইকারদের বিশেষ ভাবে ইয়ামাহা লাভারদের অনেক বেশি পছন্দ হবে। এর সাথে সাথে যারা স্পোর্টস মোটরসাইকেল পছন্দ করেন তারা বাইক দুটিকে সাদরে গ্রহণ করবেন বলেই আমরা আশা করছি। বাইক দুটি সম্পর্কে বিস্তারিত জানতে ও ক্রয় করার জন্য ইয়ামাহা বাংলাদেশ এর অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন।
সবশেষে মোটরসাইকেলের সর্বশেষ খবর, মোটরসাইকেলের দাম ও মোটরসাইকেল সম্পর্কিত সকল বিষয়ে জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিটি করুন। ধন্যবাদ।