TVS Metro Plus ১৮০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - শাহারিয়ার
This page was last updated on 01-Aug-2024 12:54pm , By Shuvo Bangla
আসসালামু আলাইকুম। আমি মো: শাহারিয়ার। আমার বাড়ি বিরামপুর , দিনাজপুর। আজ আপনাদের সাথে আমার TVS Metro Plus বাইকের মালিকানা রিভিউ শেয়ার করবো ।
TVS Metro Plus ১৮০০০ কিলোমিটার মালিকানা রিভিউ
আমার বাজেট ছিল অনেক কম আর ঠিক সে কারণেই আমার ১১০ সিসি বাইক পছন্দ করতে হয় বা কিনতে হয়। অন্যান্য বাইকের লুকিং এবং সাউন্ডের তুলনায় অনেক বেশি ভালো লাগে এই TVS Metro Plus বাইকটি। যার কারণে এই বাইকটি ক্রয় করি আমি ।
আলহামদুলিল্লাহ এখন ১৭,৭০০+ রান করছে বাইকটি। বাইকটি দিয়ে সর্বোচ্চ ৯৭ - ৯৯ স্পিড তুলেছিলাম। হাইওয়েতে ৫০ - ৬০ স্পিডে রান করলে কোনো ভাইব্রেশন লক্ষ করা যায় না। হাইওয়ে তে আমি ৬০+ মাইলেজ এবং সিটিতে ৫৫+ মাইলেজ পেয়েছি ।
TVS Metro Plus বাইকটির কয়েকটি ভালো দিক -
- অন্যান্য বাইকের তুলনায় লুকিং অনেক ভালো
- অন্যান্য বাইকের তুলনায় সাউন্ড অনেক ভালো
- মাইলেজ অনেক ভালো পাওয়া যায়
- ওভারহিটেড ইস্যু নাই
- পাওয়ার অনেক ভালো
TVS Metro Plus বাইকটির কয়েকটি খারাপ দিক -
- মাঝে মধ্যে পাওয়ার লস ইস্যু ফিল করি
- ১০,০০০+ রান করার পর কয়েকবার তেল ওভারফ্লো হয়ে অনেক তেল পড়ে গেছিলো যা মেনে নেওয়া অনেক কষ্টকর
- হ্যান্ডেল অনেক মোটা যেটা আমি খারাপ দিক হিসেবেই বিবেচনা করি
১৭,৭০০+ চালানোর পর আমি বলতে পারি যারা মাইলেজ এবং অধিক রাইড মানে লং রাইডের জন্য বাইক নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। অনেক ভালো একটা ডিল হতে পারে এই বাইকটি। ধন্যবাদ ।
লিখেছেনঃ মো: শাহারিয়ার