মবিল ইঞ্জিন ওয়েল বাংলাদেশে নিয়ে এল স্কুটার রাইডাদের জন্য Mobil Super Moto
This page was last updated on 16-Oct-2025 12:39pm , By Arif Raihan Opu
মোটরসাইকেলের ইঞ্জিন কে স্মুথ ও ভাল ভাবে পরিচালনার জন্য ব্যবহার করা হয় ইঞ্জিন ওয়েল। মুলত ইঞ্জিন থেকে ভাল পারফর্মেন্স পাবার জন্যই ইঞ্জিন ওয়েল ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের ইঞ্জিন ওয়েল মবিল নামেই সবচেয়ে বেশি পরিচিত। আর মবিল বাংলাদেশ শুধু মাত্র স্কুটার রাইডাদের জন্য নিয়ে এসেছে ইঞ্জিন ওয়েল।

মবিল স্কুটার ইঞ্জিন ওয়েল
বাংলাদেশে বর্তমানে স্কুটারের জন্য ইঞ্জিন ওয়েল খুব কম পাওয়া যায়। তাই স্কুটার রাইডারদের কথা চিন্তা করে মবিল তাদের জন্য আলাদ গ্রেডের ইঞ্জিন ওয়েল বাংলাদেশে নিয়ে এসেছে। বর্তমানে দুটি গ্রেডে এই ইঞ্জিন ওয়েল পাওয়া যাচ্ছে।
Mobil Super Moto Scooter ইঞ্জিন অয়েল এখন দুটি ভিস্কোসিটি গ্রেডে পাওয়া যাচ্ছে- SAE 10W-30 ও 10W-40।

- এর সিন্থেটিক-টেকনোলজি নিশ্চিত করে স্মুথ অ্যাক্সিলারেশন।
- Heat Activated Anti-Wear Molecul প্রযুক্তির মাধ্যমে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশগুলোকে ক্ষয় থেকে রক্ষা করে।
- API SL স্ট্যান্ডার্ড-এর বাজারে প্রচলিত স্কুটার ইঞ্জিন অয়েলের তুলনায় এটি ৫৭%* বেশি সুরক্ষা প্রদান করতে সক্ষম।
- আধুনিক অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত ও উচ্চ-ক্ষমতা সম্পন্ন স্কুটারের ইঞ্জিনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
মুলত মবিল বাংলাদেশে বহু বছর ধরে তাদের ইঞ্জিন ওয়েল বিপনন করে আসছে, তাই বাইকার থেকে শুরু করে ইঞ্জিনের জন্য সবাই মবিল ব্যবহার করে আসছে। এছাড়া আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বে মবিল স্বীকৃত একটি ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড, তাই সবার মবিলের উপর আস্থার জায়গা তৈরি হয়েছে।
মবিলের ইঞ্জিন ওয়েল গুন ও মানের দিক থেকে বাজারের সেরা, এর অন্যতম কারণ হচ্ছে মবিল তাদের ইঞ্জিন ওয়েল তৈরির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং সেরা কাচামাল ব্যবহার করে থাকে।

বাংলাদেশের স্কুটারের জন্য আলাদা ভাবে আগে ইঞ্জিন ওয়েল সেভাবে পাওয়া যেত না, তবে মবিল এই অবস্থার পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমানে স্কুটারের জন্য বাজারে অনেক ইঞ্জিন ওয়েল পাওয়া যায়।
আরও পড়ুনঃ বাংলাদেশ সকল ইঞ্জিন ওয়েল এর দাম
মবিল ইঞ্জিন ওয়েল ক্রয় করতে আপনার কাছাকাছি মবিলের অথোরাইজড ডিস্ট্রিবিউটর কাছে যেতে পারেন। অথবা অনলাইনেও আপনি মবিল ক্রয় করতে পারবেন। তাদের ওয়েব সাইট থেকেও আপনি আপনার প্রয়োজনীয় ইঞ্জিন ওয়েল ক্রয় করতে পারবেন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর ও আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
