টিভিএস বিশ্বকাপ সিজন ক্যাশব্যাক অফার - সর্বোচ্চ ২০০০০ ক্যাশব্যাক

This page was last updated on 31-Jul-2024 07:40am , By Raihan Opu Bangla

টিভিএস বাংলাদেশের টু-হুইলার ব্র্যান্ডের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। ফুটবল বিশ্বকাপের এই সিজনে টিভিএস বাংলাদেশ নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার, এই অফারে টিভিএস দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকা ক্যাশব্যাক।

টিভিএস ক্যাশব্যাক অফার

বাংলাদেশের অন্যতম লিডিং মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে টিভিএস। বিক্রয়ের দিক থেকেও টিভিএস শীর্ষস্থানীয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বিশ্বকাপের এই সিজনে টিভিএস তাদের সিলেক্টেড কিছু মোটরসাইকেল মডেলে দিচ্ছে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

টিভিএস এর অন্যতম জনপ্রিয় বাইক মডেল হচ্ছে টিভিএস এপাচি আরটিআর সিরিজ। বিশেষ ভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে নেকড স্পোর্টস বাইক অনেক জনপ্রিয়। ১৫০সিসি – ১৬০ সিসি সেগমেন্টে আরটিআর সিরিজ নেকেড স্পোর্টস সেগমেন্টে জনপ্রিয় মডেল। 

বর্তমানে বাংলাদেশে নেকেড স্পোর্টস সেগমেন্টে ১৫০সিসি – ১৬০সিসি সেগমেন্টে জনপ্রিয় মডেল হচ্ছে TVS Apache RTR 160 4V। বর্তমানে বাইকটির সাথে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

অপর দিকে টিভিএস আয়োজন করেছে মেগা কেয়ার ক্যাম্প! এই ক্যাম্পে থাকছে সরাসরি টিভিএস কোম্পানির নিজস্ব ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আপনার টিভিএস মোটরসাইকেলের ফ্রি সার্ভিসিং করার সুবর্ণ সুযোগ।

টিভিএস ক্যাশব্যাক অফার

এই ক্যাম্পে নতুন TVS বাইক ক্রয়ে থাকছে ২ বছরের ওয়ারেন্টি ও ৬টি ফ্রি সার্ভিস। আমাদের রয়েছে দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এবং নির্দিষ্ট শোরুমে অটো বাইক ওয়াশিং এর সুবিধা।

এর সাথে আরও থাকছে সকল স্পেয়ার পার্টসের উপর ১০% মূল্যছাড়, তাৎক্ষণিক ওয়ারেন্টির সমাধান ও নতুন বাইক ক্রয়ে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আরও থাকছে  টিভিএস-এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও ফ্রি অ্যাপাচে টুভি এর টেস্ট রাইড!

আগামী ২৬-২৭ নভেম্বর ২০২২ এ আপনার TVS ব্রান্ডের মোটরসাইকেল সার্ভিস করাতে সরাসরি চলে আসুন: চুকনগর বাজার, ডুমুরিয়া, খুলনা।

এই অফার ও ক্যাম্প সম্পর্কে জানতে টিভিএস মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন। আর সাম্প্রতিক সব তথ্য খবর ও আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes