৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ বাজাজ অফিশিয়ালি লঞ্চ করল তাদের উচ্চ সিসির Bajaj F250
This page was last updated on 06-May-2025 01:05pm , By Raihan Opu Bangla
অবশেষে বাজাজ বাংলাদেশে তাদের কাস্টোমারদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে। ৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ বাজাজ বাংলাদেশে তাদের নতুন মোটরসাইকেল Bajaj F250 লঞ্চ করেছে।
Bajaj F250 অফিশিয়ালি লঞ্চ হল বাংলাদেশে

৯ম ঢাকা বাইক শো ২০২৫ এর প্রথম দিনেই বাজাজ তাদের নতুন মোটরসাইকেল Bajaj F250 বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে। উত্তরা মোটরস বাংলাদেশে বাজাজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
বাজাজ সম্পূর্ন নতুন রূপে Bajaj F250 বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। বাইকটির লুকস, ডিজাইন, ইঞ্জিন পাওয়ার সব বেশি কিছু নতুন ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে।

বাংলাদেশের বাজারে এই বাইকটি একটি গেম চেঞ্জার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পালসার প্রেমীদের জন্য এটি নতুন একটি অপশন হতে পারে বলে আমরা ধারনা করছি। যদিও বাইকটি সেমি স্পোর্টস সেগমেন্টে উচ্চ সিসির একটি মোটরসাইকেল। তবে আমরা আশা করছি বাইকটি সকলের কাছেই গ্রহণযোগ্যতা পাবে।

Also Read: Bajaj Pulsar F250 Price In Bangladesh
অনেকদিন পর বাজাজ তাদের স্পোর্টস বা সেমি স্পোর্টস সেগমেন্টে নতুন মোটরসাইকেল বাংলাদেশ লঞ্চ করেছে। আমরা আশা করছি বাইকটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।
এখন বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ৩,৬৫,০০০ টাকা।
দামের ক্ষেত্রে বাজাজ বেশ দারূণ ভাবে মার্কেটে প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে বাজাজ এর শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
