কমিউটার বাইকের জন্য বাজেট ফ্রেন্ডলি টায়ারের সমাধান হতে পারে Apollo ACTISTEER F7 ও ACTIGRIP R1
This page was last updated on 19-Jan-2026 06:03pm , By Arif Raihan Opu
বাংলাদেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের বড় একটি অংশ ৮০-১২৫ সিসি কমিউটার বাইক ব্যবহার করেন। প্রতিদিনের যাতায়াত - এ বাইকের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ টায়ারের গ্রিপ, স্থায়িত্ব ও নিরাপত্তা। এই জায়গায় এপোলো টায়ারের জনপ্রিয় দুটি কমিউটার টায়ার হলো Apollo ACTISTEER F7 এবং Apollo ACTIGRIP R1।

Apollo ACTISTEER F7 ও ACTIGRIP R1 টায়ার বাংলাদেশ
বিশ্বখ্যাত টায়ার ব্র্যান্ড Apollo এর বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ইফাদ মটরস লিমিটেড, যারা বাংলাদেশে অশোক লেল্যান্ড এবং রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড নিয়েও কাজ করে থাকে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল এপোলো টায়ারের দাম

তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম এবং গ্রাহক সন্তুষ্টির কথা ভেবে, কমিউটার বাইকারদের জন্য বেশ কিছু টায়ার মডেল এনেছে যা ইতিমধ্যেই ভ্যালু ফর মানি প্রোডাক্ট হিসেবে জনপ্রিয় হয়েছে। বাজারে এই সিরিজটি ACTIGRIP ও ACTISTEER নামে পরিচিত।


Apollo ACTISTEER F7 মূলত একটি ফ্রন্ট টায়ার যেটি স্টিয়ারিং কন্ট্রোল ও স্ট্যাবিলিটির দিকে বেশি ফোকাস করে তৈরি করা হয়েছে। এই টায়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মাল্টি-রিব ট্রেড ডিজাইন।
এই ডিজাইনটির কারনে টায়ারটি মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করা যায়। সোজা রাস্তায় চলার সময় লাইন অফ গ্রিপ ধরে রাখে এবং হাই-স্পিডে ভাইব্রেশন কম অনুভূত হয়। ভেজা রাস্তায় পানির লেয়ার দ্রুত কাটার জন্য ট্রেডের মধ্যে পর্যাপ্ত গ্রুভ বা খাঁজ দেওয়া হয়েছে।
হঠাৎ ব্রেকিং বা টার্ন নেওয়ার সময় টায়ারটি ভাল কনফিডেন্স দিয়ে থাকে। শহরের ব্যস্ত রাস্তায় বা গ্রামের অফরোডে চলার সময় ACTISTEER F7 একটি ব্যালান্সড ফিল দেয়, যা সব ধরনের রাইডারের জন্যই উপযোগী।

অন্যদিকে Apollo ACTIGRIP R1 সাধারণত রিয়ার টায়ার হিসেবে ব্যবহৃত হয় এবং এটি মূলত ট্র্যাকশন ও লোড বহনের সক্ষমতার দিকে গুরুত্ব দেয়। বাংলাদেশের বাস্তবতায় অনরোড ও অফরোডে ACTIGRIP R1 একটি অল-রাউন্ড পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করে।
এর ব্লক-টাইপ ট্রেড প্যাটার্ন এক্সেলারেশন ও ব্রেকিং-এ ভালো গ্রিপ দেয় বিশেষ করে পিলিয়ন নিয়ে চলার সময়। দৈনিক অফিস যাতায়াত, বাজার করা বা মাঝেমধ্যে লং রাইড—সবকিছু মিলিয়ে এটি একটি নির্ভরযোগ্য রিয়ার টায়ার হিসেবে পরিচিত।
এখন বাইকারদের মনে প্রশ্ন জাগতে পারে, এই টায়ার দুইটির দাম কেমন হতে পারে? টায়ারের গুণগত মান এবং ফিচারস দেখে একে বেশ দামী বলে মনে হলেও Apollo Bangladesh টায়ার দুইটির মূল্য রেখেছে কমিউটার বাইক ব্যবহারকারীদের হাতের নাগালেই।
- Apollo ACTIGRIP R1 3.00-17- ৩৬০০ টাকা মাত্র
- Apollo ACTISTEER F7 2.75-17 – ২৬০০ টাকা মাত্র
তাই আপনার বাইকের ব্রেকিং, ব্যালান্সিং ও রাইডিং কম্ফোর্ট নিয়ে আপোষ না করতে চাইলে ইন্সটল করতে পারেন একজোড়া Apollo ACTIGRIP R1 এবং ACTISTEER F7 টায়ার।