বাংলাদেশে লঞ্চ হল রিভো ইলেক্ট্রিক স্কুটার

This page was last updated on 21-Sep-2024 07:19am , By Raihan Opu Bangla

বাংলাদেশে বর্তমানে ইলেক্ট্রিক যানবাহনের চাহিদা ধীরে ধীরে বাড়েই চলেছে। সম্প্রতি বাংলাদেশে REVOO Bangladesh তাদের যাত্রা শুরু করেছে। রিভো বাংলাদেশে ইলেক্ট্রিক মোটরসাইকেলের জগতে সুপরিচিত একটি নাম। 

বাংলাদেশে লঞ্চ হল REVOO ইলেক্ট্রিক স্কুটার

revoo bangladesh

ঢাকার মোহাম্মপুরের বসিলা রোড সংলগ্ন “ইভি লাইফ বিডি” শোরুমে এক জাকজকম পূর্ণ আয়োজনের মাধ্যমে সম্প্রতি রিভো বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। রিভোর চারটি মডেল থাকলেও তারা দুটি মডেল বাংলাদেশে লঞ্চ করেছে। 

এই দুটি মডেল হচ্ছে REVOO A01 এবং REVOO C03। দুটি মডেলের ডিজাইনের কিছুটা সাদৃশ্য থাকলেও মডেল দুটি প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি পার্থক্য রয়েছে। 

লঞ্চিং ইভেন্টে REVOO এবং REVOO Bangladesh এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া “ইভি লাইফ বিডি” এর কর্মকর্তা সহ সবাই উপস্থিত ছিলেন। এর সাথে আরও উপস্থিত ছিলেন মোটরসাইকেল কমিউনিটির পরিচিত সকল মুখ। 

টিম বাইকবিডিও উপস্থিত ছিল এই আয়োজনে। টিম বাইকবিডি ফেসবুক, ইউটিউব সকল তাদের সকল প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজন সম্প্রচার করেছে। এর সাথে সাথে টেস্ট রাইডের জন্য এক ইউনিট REVOO স্কুটার প্রদান করা হয়েছে।  

আমরা দ্রুত আপনাদের কাছে এই স্কুটারের টেস্ট রাইড নিয়ে হাজির হব। তাই সাম্প্রতিক সব খবর এবং সকল তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।