Ruroc হেলমেট ব্র্যান্ড এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ
This page was last updated on 30-Jul-2024 06:00pm , By Raihan Opu Bangla
কিছু দিন আগে আমরা জানতে পেরেছি যে গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে আসতে যাচ্ছে প্রিমিয়াম হেলমেট ব্র্যান্ড Ruroc। গিয়ারএক্স বাংলাদেশ Roruc হেলমেটের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হতে যাচ্ছে।
Ruroc হেলমেট বিশ্বের অন্যতম প্রিমিয়াম, হাইপড, সেফ এবং স্টাইলিশ হেলমেটের মধ্যে জনপ্রিয় ব্র্যান্ড। Ruroc এর হেলমেট গুলো তৈরি করা হয় T300 Carbon Fiber shells থেকে এবং সেই সাথে তাদের প্রতিটি হেলমেট ECE 22.06 সার্টিফাইড। সেই সাথে তারা যুক্ত করেছে বিশ্বের প্রথম RHEON প্রোটেকশন টেঁকনোলজি।
ইউকে এর গ্লোস্টারে Ruroc তাদের যাত্রা শুরু করে, জায়গাটি ইংল্যান্ডের দক্ষিনে অবস্থিত। সেই থেকে আজ পর্যন্ত Ruroc এর হেড কোয়ার্টার এখনও গ্লোস্টারেই রয়েছে।
অপরদিকে Ruroc এর রয়েছে একটি শক্তিশালী এক্সাপার্ট টিম। যারা হেলমেটের ডিজাইন, টেস্টিং, এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এটিও রুরোক এর হেডকোয়ার্টেরেই অবস্থিত। এছাড়া তারা এখান থেকেই কাস্টোমার সার্ভিস, মার্কেটিং ও কোয়ালিটি কন্ট্রোল করে থাকে।
বর্তমানে রুরোক এর হেলমেট গুলো চায়নাতে তৈরি হচ্ছে। তবে হতাশ হাবার কিছু নেই। কারণ রুরোক এর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই থাকবে। প্রতিটি প্রোডাক্টই হেড কোয়ার্টার থেকে পরীক্ষিত ও নিরক্ষণ করা হয়ে থাকে। এতে করে কোয়ালিটির কোন তারতম্য ঘটে না।
Also Read: RUROC ATLAS 4 HELMET - COMMANDER Price In BD
Ruroc এর একটি নিজস্ব টিম রয়েছে যারা, হেলমেটের ডেভলপমেন্ট, ডিজাইনিং এবং টেস্ট করে থাকে। রুরোক এর ইঞ্জিনিয়ারগণ নিয়মিত হেলমেট টেস্ট ও পারফর্মেন্স টেস্ট করে থাকে। তারা নিশ্চিত করে থাকে যে হেলমেটটি কতটা সেফটি প্রদান করছে রাইডারকে।
গিয়ারএক্স বাংলাদেশ অফিশিয়ালি নিয়ে আসতে যাচ্ছে Ruroc হেলমেট। আর আমরা সবাই জানি গিয়ারএক্স বাংলাদেশ সব সময় প্রিমিয়াম হেলমেট ও এক্সেসরিজ নিয়ে আসে। বর্তমানে গিয়ারএক্স বিলমোলা, সৌমি, কেওয়াইটি, জিউস, আইকন এবং শ্যাফট হেলমেটের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।
তারই ধারাবাহিকতায় গিয়ারএক্স এবার নিয়ে আসতে যাচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড Ruroc হেলমেট। এই হেলমেট নিয়ে ইতিমধ্যে বাইকারদের মধ্যে বেশ সাড়া পরে গিয়েছে।
তবে আমরা এখনও জানি না কোন মডেলটি বাংলাদেশে নিয়ে আসা হবে। আমরা আশা করছি যে দ্রুতই গিয়ারএক্স বাংলাদেশ প্রাইস সহ কোন মডেল বাংলাদেশে আসবে তার একটি ঘোষণা প্রদান করবে। সর্বশেষ খবর পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।