Total Foldable Multi-Purpose Toolkit ট্যুর সহ ছোটখাটো যে কোন প্রয়োজনে সাথে রাখতে পারেন

This page was last updated on 27-Sep-2025 02:23pm , By Badhan Roy

সাধারণত ট্যুরে আমরা যখন বের হই আমাদের ছোটোখাটো বিভিন্ন প্রয়োজনে অনেক রকম টুলস দরকার হয়। শুধুমাত্র বাইকের টুকটাক কাজেই না, ক্যাম্পিং বা অন্য কোন এক্টিভিটিতেও বেসিক কিছু টুলস যদি হাতের কাছে থাকে তাহলে ঝামেলা কম পোহাতে হয়। 

Total Foldable Multi-Purpose Toolkit

Total Foldable Multi-Purpose Toolkit

এই ধরণের পরিস্থিতিতে Total Foldable Multi-purpose Toolkit হতে পারে একটি আদর্শ সঙ্গী। কম্প্যাক্ট সাইজের এই টুলকিট টি সহজেই পকেটে বহনযোগ্য। এই টুলকিট টিতে সর্বমোট ১৫ টি টুলস বা ফাংশন রয়েছে। 

নায়লন পাউচ বা কভারের সাথে এই মাল্টি পারপস টুলকিট টি দেখতে অনেকটা সুইস আর্মি নাইফ টুলকিটের মত। ফ্লাট নোজ প্লায়ারস, রেগুলার প্লায়ারস, ওয়ার কাটার, বেশ কয়েক টাইপের স্ক্রু ড্রাইভার, বোতল ওপেনার, ক্যান অপেনার, চাকু, করাত, হুক এবং হুক রিমুভার এর মত অপশন গুলো প্রয়োজন অনুযায়ী এই একটি টুলকিট থেকেই এক্সেস করা সম্ভব। 

তাই আপনিও আপনার সংগ্রহে এমন একটি টুলকিট রাখতে পারেন। বিস্তারিত জানতে টোটাল টুলস এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন।