এখন থেকে প্রি-বুকিং ছাড়াই কিনতে পারবেন Royal Enfield
This page was last updated on 12-Jul-2025 03:28pm , By Raihan Opu Bangla
বিশ্ববিখ্যাত Royal Enfield ব্র্যান্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ১২৩ বছরের আইকনিক এই ব্র্যান্ডটি সারা বিশ্বে যেমন জনপ্রিয় তেমনই বাংলাদেশেও যথেষ্ট সাড়া ফেলেছে। বাংলাদেশে লঞ্চ হবার আগে থেকেই বাইকারদের ভেতর বেশ ছিল রয়েল এনফিল্ড নিয়ে। তাই অফিশিয়ালি বাংলাদেশে রয়েল এনফিল্ড লঞ্চ হবার পর বাইকারদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়।
রয়েল এনফিল্ড বাংলাদেশ

নানান জটিলতার কারণে শুরুতে রয়েল এনফিল্ড প্রি-বুকিং দিয়ে ক্রয় করতে হত। তবে এনফিল্ড লাভারদের অভিযোগ ছিল প্রি-বুকিং এর পর দীর্ঘ সময় পরে বাইক ডেলিভারি করা নিয়ে এবং সাধারণ বাইকারদের দাবি ছিল প্রি-বুকিং ছাড়া ইন্সট্যান্ট স্টক থেকে বাইক কেনার সুযোগ করে দেওয়ার।
সকল জটিলতার অবসান ঘটিয়ে Royal Enfield Bangladesh তথা Ifad Motors LTD. বাংলাদেশের বাইকারদের জন্য খুশির খবর নিয়ে এসেছেন – সেটা হচ্ছে এখন থেকে প্রি-বুকিং ছাড়াই কেনা যাবে Royal Enfield বাইক!

Also Read: Motorcycle Price In Bangladesh
গত ৪ জুলাই Royal Enfield Bangladesh এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন থেকে Classic 350 মডেল এর Gun Metal Grey ভেরিয়েন্ট টি সারা দেশের সকল Royal Enfield অথোরাইজড শোরুম থেকে প্রি-বুকিং ছাড়া রেডি স্টক থেকে যে কোন সময় ক্রয় করা যাবে। স্টক থাকা সাপেক্ষে ক্রেতাসাধারণ এই সুবিধা ভোগ করতে পারবেন।

সূত্র থেকে আরো জানা গেছে, আপাতত একটি মডেল দিয়ে রেডি স্টক পারচেজ সুবিধা চালু করলেও খুব শীঘ্রই অপেক্ষারত প্রি-বুকিং গুলোর ডেলিভারি সময়সীমা আরো কমিয়ে আনা এবং অন্য মডেল গুলোর রেডি স্টক পারচেজ সুবিধা প্রদানের লক্ষ্যে ইফাদ মটরস লি. নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই বলা যায় বাইকিং কম্যুনিটির জন্য ইফাদ মটরস লি. এর পক্ষ থেকে সামনে আরো কিছু সুখবর আসতে চলেছে।
বাইক ও বাইকিং বিষয়ক সকল আপডেটেড তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
