Suzuki Gixxer FI বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - জিসান

This page was last updated on 06-Oct-2025 04:48pm , By Md Kamruzzaman Shuvo

আমি জিসান , বর্তমানে Suzuki Gixxer FI ব্যবহার করছি। আমি আমার বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । এটি 150cc ফুয়েল-ইনজেকশন ইঞ্জিনের একটি স্টাইলিশ ও পারফরম্যান্স-ভিত্তিক বাইক, যা লুকস এবং কমফোর্ট দুই দিক থেকেই দারুণ ব্যালান্সড।

বাইক কেনার অভিজ্ঞতা - 

বাইকটি কেনার দিনটি ছিল আমার জন্য অনেক স্পেশাল। শোরুম থেকে নতুন বাইক নিয়ে বের হওয়ার মুহূর্ত এখনও মনে আছে – প্রথমবার স্টার্ট দেওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম আনন্দের।

Also Read: Suzuki Bike Price in Bangladesh 

চালানো ও সার্ভিস এক্সপেরিয়েন্স -

এখন পর্যন্ত আমি প্রায় ৫,৪৮০ কিলোমিটার চালিয়েছি। সার্ভিস এক্সপেরিয়েন্সও ভালো, কারণ আমি সবসময় Suzuki-এর অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে রেগুলার মেইনটেনেন্স করাই।

বাইকের ভালো দিক -

  • স্টাইলিং ও লুকস – স্পোর্টি ও আকর্ষণীয় ডিজাইন।
  • স্মুথ ইঞ্জিন – শহরে ও হাইওয়েতে দুই জায়গাতেই পারফরম্যান্স স্মুথ।
  • কন্ট্রোল ও কমফোর্ট – সিটি রাইডিং এবং লং রাইড উভয় ক্ষেত্রেই স্টেবল ও আরামদায়ক।

উন্নতির প্রয়োজনীয়তা -

  • হেডলাইট – রাতে আরও ভালো ভিজিবিলিটি থাকলে উপকার হতো।
  • সিটিং কমফোর্ট – দীর্ঘ রাইডে সিট আরও আরামদায়ক হলে ভালো লাগতো।

Also Read: Motorcycle Price In Bangladesh

মাইলেজ -

  • সিটি রাইড: প্রায় ৪০–৪২ কিমি/লিটার
  • হাইওয়ে রাইড: প্রায় ৪৪+ কিমি/লিটার

রাইডিং এক্সপেরিয়েন্স - 

সিটি রাইডে বাইকের কন্ট্রোল অসাধারণ, আর লং ট্যুরে বাইকটি খুব স্টেবল মনে হয়। কয়েকটি লং রাইডে গিয়েছি, কোনো বড় ধরনের সমস্যার মুখোমুখি হইনি। মূলত আমি স্টাইল, ফুয়েল-ইনজেকশন ইঞ্জিন এবং কমফোর্ট দেখে এই বাইকটি নিয়েছিলাম। আমি অবশ্যই অন্য কাউকে এই বাইক সাজেস্ট করবো। পারফরম্যান্স, লুকস আর স্মুথ রাইডিং অভিজ্ঞতা – সব মিলিয়ে এটি একটি রিলায়েবল বাইক।

Suzuki Gixxer FI হলো একটি স্টাইলিশ, কমফোর্টেবল এবং রিলায়েবল বাইক। সিটি ও হাইওয়ে – দুই জায়গাতেই পারফরম্যান্স দারুণ, যা রাইডারকে কনফিডেন্স দেয়। ধন্যবাদ । 

লিখেছেনঃ জিসান 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।