ইয়ামাহা বৈশাখী উৎসব অফার ২০২৫
This page was last updated on 19-Aug-2025 11:12am , By Raihan Opu Bangla
ঈদ উল ফিতর ২০২৫ মাত্র শেষ হয়েছে। অপর দিকে বাংলা নববর্ষ যা বাঙালিদের অন্যতম বড় উৎসব খুব সন্নিকটে। আর এই উৎসব কে ঘিরে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার।

Also Read: Yamaha Delight Price In BD
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে বৈশাখী উৎসব অফার। এই অফারে ইয়ামাহা জনপ্রিয় মডেল গুলোতে পাচ্ছে দারূণ ক্যাশব্যাক।

ইয়ামাহা বৈশাখী উৎসব ক্যাশব্যাক অফার ২০২৫
- FZ-S V2 - মডেলে পাচ্ছেন ২,০০০ টাকা ক্যাশব্যাক! - অফার মূল্য ২,৩৭,০০০ টাকা, পূর্ববতী মূল্য ২,৩৯,০০০ টাকা
- FZ-S V3 - মডেলে পাচ্ছেন ২,০০০ টাকা ক্যাশব্যাক! - অফার মূল্য ২,৭৭,০০০ টাকা, পূর্ববতী মূল্য ২,৭৯,০০০ টাকা
- FZ-S V4 - এ পাচ্ছেন ২,০০০ টাকা ক্যাশব্যাক! - অফার মূল্য ২,৯৭,৫০০ টাকা, পূর্ববতী মূল্য ২,৯৯,৫০০ টাকা
- FZX - এ পাচ্ছেন ২,০০০ টাকা ক্যাশব্যাক! - অফার মূল্য ৩,০৫,৫০০ টাকা, পূর্ববতী মূল্য ৩,০৭,৫০০ টাকা
- FZ-X (Matt Titan) - এ পাচ্ছেন ২,০০০ টাকা ক্যাশব্যাক! - অফার মূল্য ৩,০৭,০০০ টাকা, পূর্ববতী মূল্য ৩,০৯,০০০ টাকা
- Fazer - এ পাচ্ছেন ৩,০০০ টাকা ক্যাশব্যাক! - অফার মূল্য ৩,২৭,০০০ টাকা, পূর্ববতী মূল্য ৩,৩০,০০০ টাকা
- Saluto 125 (Pastel Grey, Purplish Blue & Sparkle Green Color) - এ পাচ্ছেন ১,০০০ টাকা ক্যাশব্যাক! অফার মূল্য ১,৬৪,০০০ টাকা, পূর্ববতী মূল্য ১,৬৫,০০০ টাকা
এছাড়া পাহাড়ি অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় উৎসব বিজু, বৈসু, সাংগ্রাইং উপলক্ষে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, লোহাগাড়া এবং চকরিয়া এলাকার ক্রেতারা পাচ্ছেন যেকোনো বাইকে অতিরিক্ত ১,০০০ টাকা ডিসকাউন্ট! (এই অফার শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের নির্দিষ্ট কিছু ডিলার পয়েন্টে প্রযোজ্য)।

পাশাপাশি বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।
