নতুন বাইক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে

This page was last updated on 01-Aug-2024 03:26pm , By Ashik Mahmud Bangla

নতুন বাইক মানেই একজন বাইকারের আবেগের জায়গা , সময়ের সাথে সাথে আমাদের দেশের আইনেও বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পারছি। যারা সম্প্রতি বাইক কিনছেন তারা সবাই কম বেশি  নতুন বাইক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানেন। কিন্তু অনেক বাইকার ভাই আছেন যারা নতুন বাইক কিনবেন তাদের নতুন বাইক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে যে বিষয়টা জানা খুব বেশি জরুরি। আগে সব কিছু সহজ থাকলেও এখন ব্যাপারগুলো অনেকটাই জটিল হয়ে গেছে।

-বাইক-রেজিস্ট্রেশন-brta

নতুন বাইক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে

কয়েক দিন আগে আমি একটি নতুন মোটরসাইকেল ক্রয় করি এবং শোরুমে বাইক রেজিস্ট্রেশন এর টাকা জমা দেই। আগে বাইক কিনে শোরুমে টাকা জমা দিলে বাইকের রেজিস্ট্রেশন এর জন্য বাইক নিয়ে BRTA তে যেতে হতো না। কিন্তু এই নিয়মটার পরিবর্তন হয়েছে , নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন এর জন্য এখন বাইক বিআরটিএ তে দেখাতে হয়। আপনারই বিআরটিএ তে যেতে হবে এমনটা না , আপনার বাইক নিয়ে অন্য কেউ উপস্থিত থাকলেও হবে , তবে বাইক দেখাতে হবে।

অনেকেই এই বিষয়টা জানেন কিন্তু অনেকেই ব্যাপারটা না যেনে অযথা শোরুমে গিয়ে ঝামেলা করেন। নিয়ম যেটা বানানো হয় সেটা শোরুমও মানতে বাধ্য , তাই বর্তমান সময়ে যারা নতুন বাইক কিনবেন তারা অবশ্যই চেষ্টা করুন বিশ্বস্ত কোন জায়গা থেকে বাইকটা কিনতে। আপনি যদি বিশ্বস্ত জায়গা থেকে আপনার নতুন বাইকটি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার বাইক রেজিস্ট্রেশন করতে ঝামেলাও আপনার কম হবে।

-নিবন্ধন

মোটরসাইকেল নিবন্ধনঃ

সেবাপ্রত্যাশী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। অত:পর বিআরটিএ অফিস কর্তৃক তাঁর আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে একটি এ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হবে এবং ফি জমা প্রদানের পর বাইকটি পরিদর্শণের জন্য বিআরটিএ অফিসে হাজির করতে হবে। বাইকটি পরিদর্শণ করার পর মালিকানা ও বাইক সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিএ ইনফরমেশন সিস্টেমে এন্টি পর সহকারী পরিচালক(ইঞ্জি:) কর্তৃক রেজিস্টেশনের অনুমোদন প্রদান করা হয় এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক একটি প্রাপ্তিস্বীকারপত্র ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে সংশ্লিস্ট কর্মকর্তাদের স্বাক্ষর করার পর গ্রাহককে প্রদান করা হয়।

আগামীর দিনে নতুন বাইক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে আরও কঠোরতা আসতে পারে। অনেকেই হয়তো আপডেট নিউজটি পেয়েছেন আবার অনেকেই সেই সম্পর্কে কিছুই জানেন না।

-চেয়ারম্যান

নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তন আসতে পারেঃ

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন একটা নিয়ম কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ। মঙ্গলবার বিআরটিএর বিভিন্ন সার্কেলের কার্যালয়ের সহকারী পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয় , গত ১৪ জুন অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় লাইসেন্স ছাড়া এই যানটি বিক্রি না করতে বাধ্য করার বিষয়টি নিয়ে ভাবার কথা এর আগে জানিয়েছিলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি জানান " লার্নার দিয়ে বাইক বিক্রি এবং নিবন্ধনের সুযোগ কিছু সময়ের জন্য দেওয়া হয়েছে। এটা আর বাড়ানো হবে না , লাইসেন্স ছাড়া বাইক বিক্রি না করার বিষয়টি আমরা নিশ্চিত করব। ”

এতদিন শিক্ষানবিশ সনদ নিয়ে মোটর বাইক কিনে নিবন্ধন করিয়ে নেওয়া যেত । মঙ্গলবার পাঠানো চিঠিতে বলা হয়েছে , “আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ব্যতিত কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।”

নতুন বাইক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে এবং আগামীতে যে পরিবর্তন আনা হবে সেটা নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানান।

-সনদ

FAQ:

১- ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করার নিয়ম কি ?

উত্তরঃ ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন।

২- বাইক রেজিস্ট্রেশন করতে কি কি কাগজ লাগে ?

উত্তরঃ বাইক রেজিস্ট্রেশন করতে কি কি কাগজ লাগে এই সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

৩- ব্রেক ইন পিরিয়ড কি ?

উত্তরঃ ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। 

প্রতিবেদনঃ bangla.bdnews24.com

তথ্যসূত্রঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes