Bajaj Discover 125 ৬০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - জান্নাতুন
This page was last updated on 31-Jul-2024 09:42am , By Shuvo Bangla
আমি জান্নাতুন নাইম আপনাদের সাথে শেয়ার করবো আমার Bajaj Discover 125 বাইকের মালিকানা রিভিউ । আমার বাইকটি বর্তমানে ৬৪৮০ কিলোমিটার রানিং আর এই রাইডের অভিজ্ঞতাই আজ আপনাদের সাথে শেয়ার করবো ।
Bajaj Discover 125 ৬০০০ কিলোমিটার মালিকানা রিভিউ
বাইকটি থেকে আমি মাইলেজ পাই ৪৬ - ৪৮ পার লিটারে । যেহেতু ১০০ / ১৭ পিছনের টায়ার তাই ব্রেকিং এবং কন্ট্রোলিং এভারেজ কোয়ালিটির। স্টক হেডলাইটের আলো খুবই দূর্বল । গ্রামের রাস্তায় মোটামুটি সাপোর্ট পাওয়া গেলেও হাইওয়ে রোডে প্রচুর ভোগায় তখন স্পিড ৩০ - ৪৫ এর ভিতর চালাতে হয়।
হর্ন কোয়ালিটি এভারেজ । লং রাইডে গাজীপুর থেকে মিঠামইন ২৩২ কিলোমিটার ( কিশোরগঞ্জের কিছু জায়গা সহ) চালানো হয়ছিলো এক দিনে । ওই রাইডে রাইডার এবং পিলিওন দুইজনই ছিট কম্ফোর্ট নিয়ে প্যারায় পড়ছিলাম। বিশেষ করে হিপ এর এরিয়াটা প্রচুর ব্যাথা ছিলো পরের দিন।
টপ স্পিড ১০২ উঠেছিল তবে সেটা কিন্তু পিলিয়ন সহ । ব্রেকিংটা ওতটা আহামরি না হলেও একেবারে খারাপ না। রাইডিং স্কিল এর উপর ব্রেকিং ডিপেন্ড করে। ভাইব্রেশন: ৫০০০ RPM থেকে শুরু হয় ; মাঝে মধ্যে ভাইব্রেশন প্রচুর হওয়ায় হাতের কবজিতে ঝিনঝিন করে , সেটা প্রায় ৬ - ৭ মিনিট থাকে বাইক থেকে নামার পরও।
এভারেজ স্পিড এর কথা বলতে গেলে যদি সবকিছু ম্যান্টেইন করে চালানো হয় তাহলে ৭০ - ৮০ কিলোমিটার এ চালানো যায় ( উইথ মিডিয়াম ভাইব্রেশন) , কন্টোলিং: এভারেজ ।
Bajaj Discover 125 বাইকের যেগুলা ভাবিষ্যতে ইম্প্রুভ করা উচিৎ -
- স্টক লাইট এর পাওয়ার বাড়াতে হবে
- টায়ার এর সাইজ ১০ করে বাড়ালে ভালো
- সিট এর রাইডিং কম্ফোর্ট আরো বেশি দরকার
- বর্তমান বাজার মূল্য একটু বেশি
এই ছিল আমার প্রিয় বাইকটি নিয়ে আমার কিছু কথা , আমার মালিকানা রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ ।
লিখেছেনঃ জান্নাতুন নাইম