৯ম ঢাকা বাইক শো ২০২৫ এর অন্যতম আকর্ষণ এনফিল্ড লাইফস্টাইল
This page was last updated on 10-May-2025 10:43am , By Raihan Opu Bangla
৯ম ঢাকা বাইক শো ২০২৫ অন্যতম আকর্ষণ ছিল Enfield Lifestyle এর স্টল। যারা মুলত রয়েল এনফিল্ড এর সকল এক্সেসরিজ বাংলাদেশে নিয়ে আসে এবং তৈরি করে থাকে।
Enfield Lifestyle - ৯ম ঢাকা বাইক শো ২০২৫

মুলত ঢাকা বাইক শো এ তারা রয়েল এনফিল্ড এর সকল ধরনের এক্সেসরিজ প্রদর্শন করেছে। এছাড়া তারা তাদের নিজস্ব কারখানায় রয়েল এনফিল্ডের ভিন্ন ভিন্ন এক্সেসরিজ প্রদর্শন করেছে। সিট কভার, ব্যাগ, চাবির রিং, চশমার বক্স সব কিছুই তারা তৈরি করে থাকে।
এছাড়া রয়েল এনফিল্ডের মোটরসাইকেলের উন্নত মানের বাম্পার যা বাইকটিকে অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে রক্ষা করে থাকে সেগুলোও তৈরি করতে থাকে। এই শোতে তারা রয়েল এনফিল্ডের সকল মডেলের বাম্পার প্রদর্শন করেছে।

এর সাথে সাথে ক্ল্যাসিক রয়েল এনফিল্ড হেলমেট নিয়ে এসেছে যা তাদের অন্যতম আকর্ষণ ছিল। রয়েল এনফিল্ড প্রেমীরা স্টলটি ভিজিট করেছেন তাদের পণ্য গুলো দেখেছেন। আফটার মার্কেট পার্টস হিসেবে এনফিল্ড লাইফস্টাইল রয়েল এনফিল্ড প্রেমীদের জন্য দারূণ একটি অপশন হতে পারে।

