এসিআই মোটরস Yamaha FZS Fi V2 এর প্রি-বুকিং নেয়া শুরু করেছে!
This page was last updated on 31-Jul-2024 02:39pm , By Raihan Opu Bangla
বাংলাদেশে ইয়ামাহা ১৫০-১৬০সিসি স্পোর্টস কমিউটার সেগমেন্টের রেঞ্জে Yamaha FZS সিরিজ বিক্রয়ের দিক থেকে অন্যতম বেশি বিক্রি হওয়া একটি মডেল। যদিও ভারতে বাইকটি ডিস্কন্টিনিউ করা হয়েছে, কিন্তু বাংলাদেশে বাইকটি অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে। এসিআই মোটর Yamaha FZS Fi V2 বাইকটির প্রি-বুকিং নেয়া শুরু করেছে। Yamaha FZS V2 বাইকটির নতুন দাম ধরা হয়েছে ২,১০,০০০ টাকা এবং প্রি-বুকিং এর জন্য দিতে হবে ২৫,০০০/- টাকা। তো এখন প্রশ্ন আসতে পারে ইয়ামাহা আবার কেন বাংলাদেশে এই বাইকটি নিয়ে আসতে যাচ্ছে?
এসিআই মোটরস Yamaha FZS Fi V2 এর প্রি-বুকিং নেয়া শুরু করেছে!
সাধারণ ভাবে যদি আমরা বলি বা ধরি তবে বলতে হবে যে বাইকারদের কাছে এই বাইকটির চাহিদ ও জনপ্রিয়তা। যদিও বাংলাদেশের মার্কেটে Yamaha FZS V3 বাইকটি রয়েছে, তবুও Yamaha FZS Fi V2 এর একটি বড় ধরনের চাহিদা রয়েছে। বাইকটি সাধারণ ১৫০সিসি, বিশিষ্ট এফআই যুক্ত, আর এই ইঞ্জিন থেকে 13 BHP @ 8000 RPM & 12.8 NM of Torque @ 6000 RPM টর্ক উৎপন্ন হয়ে থাকে।
এই বাইকটি ওজনে হালকা এবং এর ওজন হচ্ছে ১৩৩ কেজি ও এর ফুয়েল ট্যাঙ্কে ১২ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায়। বাইকটির রেয়ারে দেয়া হয়েছে ১৪০সেকশন টায়ার ও সামনের দিকে দেয়া হয়েছে ১০০ সেকশন টায়ার। পুরাতন ভার্সনের চেয়ে এই ভার্সনে দেয়া হয়েছে প্রশস্ত সিট, হ্যালোজেন হেডলাইট, এবং নতুন টায়ার ফেন্ডার।
Click To See Yamaha FZS FI V2 Dual Disc Edition In Bangladesh
ভারতে প্রথমে বাইকটি কম প্রশস্ত সিট ও প্রশস্ত মোটা টায়ার দিয়ে লঞ্চ করা হয়েছিল। এই কনসেপ্ট তখন এই সেগমেন্টের ক্ষেত্রে অপরিচিত ছিল, কারণ কম প্রশস্ত সিট মানে হচ্ছে আপনি চাইলেই রাইড করার সময় তিনজন নিয়ে রাইড করতে পারবেন না এবং সেই সাথে প্রশস্ত টায়ার মানে হচ্ছে আপনার মাইলেজ ও স্পিড দুটোই কমে যাবে।
ইয়ামাহা একটি নতুন কনসেপ্ট যুক্ত করতে চাচ্ছিল। মনোশক সাসপেনশন এর সাথে প্রশস্ত টায়ার সামনের দিকে ফ্রন্ট ফর্ক এর সাথে ব্রেকিং এবং ব্যালেন্সের একটি সংযোজন স্থাপন করেছে। তারা স্পিড ও পিলিয়েনের চেয়ে বেশি সেফটির প্রতি লক্ষ্য রেখেছে, যা পরবর্তিতে অনেক কোম্পানি ফলো করেছে।
বেশির ভাগ বাইকার ইয়ামাহা বাইক ক্রয় করে থাকেন এর প্রিমিয়াম অনুভূতির কারণে। সম্প্রতি ভারতে ইয়ামাহা নতুন দুটি বাইক লঞ্চ করেছে। একটি হচ্ছে Yamaha FZ-X ক্যাফে রেসার কনসেপ্ট যা নিয়ে আসা হয়েছে Yamaha FZS Fi V3 থেকে এবং কিংবদন্তি স্পোর্টস বাইক Yamaha R15 V4। আমরা আশা করছি আগামী বছর এসিআই মোটরস এর হাত ধরে বাংলাদেশে অফিশিয়ালি বাইক দুটি লঞ্চ হবে।