হ্যাভোলিন ইঞ্জিন ওয়েল সেলিব্রেশন অফার ২০২৩

This page was last updated on 29-Jul-2024 09:34am , By Arif Raihan Opu

ক্যালটেক্স হ্যাভোলিন নিয়ে এলো “হ্যাভোলিন কিনুন বাইক জিতুন অফার”। হ্যাভোলিন সেলিব্রেশন অফার ২০২৩।


হ্যাভোলিন কিনুন বাইক জিতুন

বিশ্বখ্যাত কোম্পানি শেভরন লুব্রিকেন্ট ব্র্যান্ড হচ্ছে ক্যালটেক্স। ক্যালটেক্স এর অন্যতম জনপ্রিয় একটি পন্য হচ্ছে হ্যাভোলিন ইঞ্জিন ওয়েল। মোটরসাইকেল ব্যবহারকারীরা ইঞ্জিনের সুরক্ষা এবং ভালো রাখার জন্য ইঞ্জিন ওয়েল ব্যবহার করে থাকেন। 

হ্যাভোলিন হচ্ছে ক্যালটেক্স বাংলাদেশের জনপ্রিয় ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড যা পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত। তাছাড়া এই ইঞ্জিন ওয়েল আধুনিক প্রযুক্তি, গুনগত মান এবং সর্বশেষ এপিআই গ্রেড সমৃদ্ধ। 

বাইকারদের ভেতর এই ইঞ্জিন ওয়েলটি বেশ জনপ্রিয়। তাই বাংলাদেশের বাইকারদের জন্য হ্যাভোলিন বাংলাদেশ নিয়ে এসেছে “হ্যাভোলিন সেলিব্রেশন অফার ২০২৩”। এই অফারে হ্যাভোলিন দিচ্ছে “হ্যাভোলিন কিনুন বাইক জিতুন অফার”।

হ্যাভোলিন ইঞ্জিন ওয়েল ক্রয় করলেই আপনি পেয়ে যাবেন নিশ্চিত পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে মোবাইল টক টাইম/ ইঞ্জিন ওয়েল/ মোবাইল ফোন/ টিভি/ মোটরসাইকেল সহ নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার।

ইঞ্জিন ওয়েল ক্রয়ের সাথে সাথে ক্যানের গায়ে স্ক্র্যাচ কার্ড বুঝে নিন। স্ক্র্যাচের কার্ডের গায়ের নিয়ম অনুসারে এসএমএস করুন নির্দিষ্ট নাম্বার, আর ফিরতি এসএমএস এ উপভোগ করুন আপনার নিশ্চিত পুরস্কার। 

তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় ইঞ্জিন ওয়েল ক্রয় করুন এবং স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে উপভোগ করুন আকর্ষণীয় পুরস্কার।