ইয়ামাহা অক্টোবর ফেস্ট ২০২৩ ক্যাশব্যাক অফার

This page was last updated on 23-Jan-2025 04:27pm , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য সব সময় তাদের নতুন নতুন অফার নিয়ে হাজির হয়ে থাকে। অক্টোবর মাসটিও এর ব্যতিক্রম নয়। অক্টোবরের শুরুতেই ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে, অক্টোবর ফেস্ট ২০২৩ অফার।

ইয়ামাহা অক্টোবর ফেস্ট ২০২৩ ক্যাশব্যাক অফার

বাংলাদেশের বাইকারদের মাঝে ইয়ামাহা এর জনপ্রিয়তা অনেক বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া ইয়ামাহা প্রিমিয়াম সেগমেন্টের অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড। এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। 

অক্টোবর মাসের শুরুতেই ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে অক্টোবর ফেস্ট অফার ২০২৩। এই অফারে ইয়ামাহা বাংলাদেশ তাদের জনপ্রিয় মডেল সিরিজ FZS সিরিজে দিচ্ছে ক্যাশব্যাক অফার। 

এই অফারটিতে ইয়ামাহা তাদের এফজেডএস সিরিজের FZ-S FI V2 DD, FZ-S FI V3 ABS (BS4), FZ-S FI V3 ABS (BS6), এবং FZ-S FI V3 ABS Vintage Edition এই মডেল গুলোতে দিচ্ছে ক্যাশব্যাক অফার।

ক্যাশব্যাক অফারটি আপনারা ইয়ামাহা এর অথোরাইজড সকল শোরুম থেকে গ্রহণ করতে পারবেন। তবে এই অফারটি খুব অল্প সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই আপনার পছন্দের এফজেডএস সিরিজের বাইকটি ক্রয় করার জন্য শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। কিন্তু ইয়ামাহা তাদের স্পোর্টস সিরিজ R15 বা নেকেড স্পোর্টস MT15 মডেলে কোন ধরনের ক্যাশব্যাক দিচ্ছে না।

Yamaha Bike

আমরা আশা করছি স্পোর্টস সিরিজ বা নেকেড স্পোর্টস সিরিজের জন্য ইয়ামাহা নতুন ভাবে কোন অফার নিয়ে কাস্টোমারদের কাছে হাজির হবে। এর সাথে স্কুটার Ray ZR Street Rally 125 FI তেও কোন ধরনের ক্যাশব্যাক বা অফার দেয়া হচ্ছে না। 

এই ক্যাশব্যাক অফারটি চলবে পরবর্তী কোন ঘোষণা না দেয়া পর্যন্ত। তবে আমরা যতদূর জানতে পেরেছি অফারটি খুব স্বল্প সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই আপনার পছন্দের এফজেডএস সিরিজের বাইকটি আজই ক্রয় করে ফেলুন।

মোটরসাইকেলের সর্বশেষ দাম, টিপস ও তথ্য পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। নতুন নতুন মোটরসাইকেলের তথ্য ও আপডেটের জন্য আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ। 

 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes