হিরো বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে এক্সট্রিম র্যালি - ফেজ ২
This page was last updated on 07-Sep-2025 05:59pm , By Arif Raihan Opu
বর্তমানে বাংলাদেশে যত গুলো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে হিরো মোটরসাইকেল অনেক বেশি জনপ্রিয়। ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড হলেও হিরো অন্যান্য মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে মার্কেটে তাদের অবস্থান বেশ উপরের দিকেই রয়েছে।
এক্সট্রিম র্যালি - ফেজ ২

উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশ লঞ্চ হবার পর হিরো মোটরসাইকেল তাদের কারিজমা ২১০ বাইকটি বাংলাদেশে লঞ্চ করে। এরপর হিরো বাংলাদেশে ১২৫সিসি সেগমেন্টে লঞ্চ করে Hero Xtreme 125R। এছাড়া এই বছর হিরো বাংলাদেশে লঞ্চ করেছে Hero Xtreme 160R।
হিরো মোটরসাইকেল বাংলাদেশ এক্সট্রিম ব্যবহারকারীদের জন্য দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে র্যালি। দ্বিতীয়বারের মত হিরো তাদের এক্সট্রিম ব্যবহারকারীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে “এক্সট্রিম র্যালি – ফেজ ২”। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই রাইডটি আয়োজন করা হচ্ছে।

এই র্যালিটি শুধু মাত্র এক্সট্রিম ব্যবহারকারী নিয়ে আয়োজন করা হচ্ছে। যারা Hero Xtreme 160R এবং Xtreme 125R রাইড করে থাকেন তাদের নিয়ে এই আয়োজন করা হচ্ছে। সীমিত সংখ্যক রাইডারদের নিয়ে আয়োজন করা হবে এই র্যালি। আপনি যদি অংশ গ্রহণ করতে চান তবে আপনাকে একটি ফরম পূরন করতে হবে।
লিংক - https://niloyhero.com/xtremerally

সেখানে আপনার মোটরসাইকেল সহ আপনার সকল তথ্য দিয়ে ফরমটি পূরন করতে হবে। রাইডটি শুরু হবে তেজগাও ফ্ল্যাগশিপ শোরুম থেকে এবং এটি ৩০০ফিট পূর্বাচলে গিয়ে শেষ হবে। এছাড়া রাইডটি শুরু হবে সকাল ৭টায়।
যারা অংশ গ্রহণ করতে আগ্রহী, তারা ফরমটি পূরণ করে এই রাইডে অংশ নিতে পারবেন। তবে দ্রুত রেজিস্ট্রশন সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে হিরো এর শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর এবং তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
