সুজুকি রাইড নাউ, পে লেটার অফার - জুলাই ২০২৫

This page was last updated on 30-Jul-2025 11:37am , By Raihan Opu Bangla

সুজুকি কেবলমাত্র বাংলাদেশই নয়, সারা বিশ্বে অটোমোবাইল সেক্টরে একটি জনপ্রিয় নাম। বাংলাদেশেও সুজুকি বাইকের চাহিদা অন্যতম শীর্ষে তা বলা বাহুল্য। বাইকারদের চাহিদার কথা মাথায় রেখে সহজে সুজুকি বাইক কেনার সুযোগ নিয়ে আবারো বিশেষ অফারের ঘোষণা দিল সুজুকি বাংলাদেশ তথা র‍্যানকন মোটরবাইকস লিমিটেড। 

সুজুকি রাইড নাউ, পে লেটার অফার - জুলাই ২০২৫

সুজুকি রাইড নাউ, পে লেটার অফার - জুলাই ২০২৫

এখন থেকে সুজুকি ব্র্যান্ডের প্রত্যেকটি বাইক কেনা যাবে ৬ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে সহজ কিস্তিতে। “রাইড নাউ, পে লেটার” ট্যাগলাইন নিয়ে সুজুকি এর এই বিশেষ অফারের উদ্দেশ্য বাইকারদের হাতে সহজে সুজুকি বাইক তুলে দেওয়া। প্রায় ১৫ এর অধিক ব্যাংকের মাধ্যমে এই ইএমআই সুবিধা গ্রহণ করা সম্ভব। 

Also Read: Motorcycle Price In Bangladesh 

সুজুকি বাংলাদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যদি কোন গ্রাহক এই অফার টি নিতে চান তবে প্রথমে বাইকের দাম এর ৫০% ডাউনপেমেন্ট দিতে হবে। এরপর বাকি ৫০% ৬ মাস থেকে ৩৬ মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন।

আপনি যে সময়সীমার ইএমআই ই গ্রহন করেন না কেন প্রথম ৬ মাসের কিস্তিতে কোন প্রকার ইন্টারেস্ট পে করতে হবে না। ইএমআই এর সময়সীমা যদি ৬ মাসের অধিক হয় তাহলে নির্দিষ্ট হার অনুযায়ী কিস্তিতে বাকি ৫০% অর্থ পরিশোধ করতে হবে। 

অফারটি বাংলাদেশের সকল অফিশিয়াল সুজুকি শোরুম থেকে গ্রহণ করা যাবে। আরো বিস্তারিত জানতে সুজুকির নিকটস্থ অফিশিয়াল 3S শোরুম ভিজিট করুন আজই। 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।