মোঃ হুসাইন এর প্রতিদিনের যাত্রায় নির্ভরযোগ্য সঙ্গী Luyuan Mok ইলেকট্রিক স্কুটারের অভিজ্ঞতা
This page was last updated on 10-Nov-2025 05:49pm , By Rafi Kabir
আজকাল ইলেকট্রিক স্কুটার শুধু একটি যানবাহন নয় এটা হলো শহরের রাস্তায় খুব নির্ভরশীল যানবাহন। প্রতিদিনের ব্যস্ত জীবন, অফিস যাওয়া, ছেলে মেয়েদের স্কুলে নেওয়া এসবের মাঝেও যদি এমন কোনো যান থাকে যা কম খরচে পরিবেশবান্ধব এবং সহজে চালানো যায় তবে সেটি যে কারো কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে।

ঠিক এমনই এক অভিজ্ঞতার গল্প আমাদের জানিয়েছেন মোঃ হুসাইন, যিনি ব্যবহার করছেন Luyuan Mok EV Scooter।
কীভাবে শুরু হলো EV যাত্রা?
সবকিছুর শুরু হয় একদিন অফিসে। আমার এক কলিগের স্কুটার দেখে বেশ ভালো লাগে। কলিগকে তখন জিজ্ঞাসা করি যে এই স্কুটারটা কেমন? তখন সে জানায় যে এটি একটি ইলেকট্রিক স্কুটার যার কোনো পেট্রোল লাগে না, শব্দ নেই, এবং রাইডিং এর মজাই আলাদা।

প্রথম দেখাতেই আমার কাছে বেশ ভালো লাগে স্কুটারটি, দেখতে যেমন স্টাইলিশ তেমনি ডিজাইন ও আধুনিক আর রাইডিং করাও সহজ।
সেই থেকেই আমি চিন্তা করি যে এই ইভি স্কুটারটা আমারও কেনা লাগবে। তার পরের সপ্তাহেই আমি DX New Energy Industries Limited শো রুম এ যায় এবং সেখানে নিজের পছন্দমতো কালার ও মডেল দেখে কিনে ফেলি Luyuan Mok EV Scooter।

আমি প্রতিদিন এই স্কুটারটা ইউজ করি অফিসে যাতায়াতের জন্য এবং বিভিন্ন কাজে আমাকে আমার এই স্কুটার বেশ হেল্প করে। আগে প্রতিদিন পেট্রোলের দাম, জ্যাম আর রাস্তায় ক্লাচ-গিয়ার নিয়ে ঝামেলা ছিল। এখন সকালে স্কুটার চার্জ থাকলেই আমি নিশ্চিন্ত।
এই স্কুটার একবার চার্জ ফুল করলেই প্রায় ৮০-৯০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অফিস যাওয়া, বাচ্চাদের স্কুলে নেওয়া, ছোটখাটো বাজার করা সব কাজই এখন আমি EV দিয়ে করে থাকি।
বিশেষ করে শহরের রাস্তায় যেখানে ট্রাফিক জ্যাম প্রতিদিনের বিষয়, সেখানে এই স্কুটারটি বেশ সুবিধাজনক। কারণ, Luyuan Mok EV Scooter হালকা ও কমপ্যাক্ট হওয়ায় ট্রাফিকের মধ্যে সহজে চলাচল করা যায়।
ব্যাটারি ও পারফরম্যান্স
Luyuan Mok EV-এর অন্যতম বড় সুবিধা হলো এর Graphene-Battery। এর ব্যাটারী ভোল্টেজ 72V 23Ah।
একবার ফুল চার্জ দিলে সারাদিন খুব সহজেই চলে যায়। চার্জ দিতে সময় লাগে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা, এবং বিদ্যুতের খরচ পেট্রোলের তুলনায় ১০ গুণ কম। টপ স্পিড প্রায় ৪৫–৫০ কিমি/ঘণ্টা যা শহরের রাস্তায় চলার জন্য যথেষ্ট। রাইডিং এক্সপেরিয়েন্সও খুবই সুন্দর। কোনো শব্দ নেই, কোনো ভাইব্রেশন নেই একদম স্মুথ ও কমফোর্টেবল।
Also Read: EV Price In Bangladesh
মেইনটেনেন্স
ইলেকট্রিক স্কুটারের অন্যতম সুবিধা হলো মেইনটেনেন্স খরচ কম। এখানে নেই কোনো ইঞ্জিন অয়েল, নেই গিয়ার বক্স, নেই কার্বুরেটর। ফলে নিয়মিত শুধু ব্রেক ও টায়ার চেক করলেই চলে।
মজার বিষয় হলো আমার এখন পর্যন্ত কোনো বড় ধরনের সার্ভিসিং করতে হয়নি। মাঝে মাঝে ব্রেক আর টায়ার প্রেসার চেক করে নিলে হয়।
পরিবেশবান্ধব
ইলেকট্রিক স্কুটার ব্যবহার করার সবচেয়ে বড় ভালো দিক হলো এটি পরিবেশবান্ধব। পেট্রোল বা ডিজেল ব্যবহারের ফলে যে ধোঁয়া, শব্দ বা দূষণ হয়, সেটা এখানে নেই। এছাড়াও শব্দহীন মোটর থাকার কারণে রাইডিংটা হয় বেশ আরামদায়ক।
চার্জিং ব্যবস্থা
আমি স্কুটারটি চার্জ করি সাধারণ হোম সকেট দিয়েই। কোনো স্পেশাল চার্জিং স্টেশন দরকার হয় না। রাতে ঘুমানোর আগে প্লাগ ইন করে রাখি সকালে পুরোপুরি চার্জ হয়ে যায়। এটা একদম মোবাইল চার্জ দেওয়ার মতোই সহজ। কোনো ঝামেলা নেই।
Also Read: Luyuan Price In Bangladesh
ডিজাইন ও আরামদায়কতা
Luyuan Mok EV Scooter দেখতে বেশ সুন্দর এবং এর ডিজাইন ও জোস। স্কুটার এ ফ্রন্ট হেডলাইট LED, ডিজিটাল মিটার, আরামদায়ক সিট এবং পর্যাপ্ত লেগ স্পেস সব মিলিয়ে পারফেক্ট।
বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে খুব সহজ বা অফিসে যাওয়ার সময় দু’জন মানুষ সহজেই বসা যায় তাই আমার মতে এটা খুব ভালো। সাসপেনশনও যথেষ্ট ভালো, তাই রাস্তার গর্তে ঝাঁকুনি খুব কম লাগে।
সবশেষে আমার মতে এটাই যে এই স্কুটার আমার দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে। পেট্রোলের চিন্তা নেই, রক্ষণাবেক্ষণের ঝামেলা নেই, আর চালাতেও খুবই সহজ। যারা শহরে প্রতিদিন চলাফেরা করেন, তাদের জন্য এটা দারুণ একটা ইভি স্কুটার আমার মনে হয়।
লিখেছনঃ মোঃ হুসাইন
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে