কাওয়াসাকি বাংলাদেশ ঈদ ক্যাশব্যাক অফার ২০২৩

This page was last updated on 23-Nov-2023 03:45am , By Raihan Opu Bangla

কাওয়াসাকি বাংলাদেশের জাপানী মোটরসাইকেল কোম্পানির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল কোম্পানি। ঈদ উল ফিতর ২০২৩ উপলক্ষ্যে কাওয়াসাকি তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। এই অফারে তারা দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

কাওয়াসাকি বাংলাদেশ ঈদ ক্যাশব্যাক অফার ২০২৩


কাওয়াসাকি ঈদ ক্যাশব্যাক অফার

স্পোর্টস সেগমেন্টে পৃথিবীর জনপ্রিয় মোটরসাইকেল সিরিজ হচ্ছে নিনজা। আর এই নিনজা বাইকটি কাওয়াসাকির অন্যতম জনপ্রিয় মডেল। বর্তমানে স্ট্রিট স্পোর্টস বাইকের মধ্যে সবচেয়ে দ্রুত গতির বাইক হচ্ছে Kawasaki Ninja H2R। 

বাংলাদেশে কাওয়াসাকির বেশ কয়েকটি মডেলে লঞ্চ করা হয়। যাদের মধ্যে Kawasaki Ninja 125 এবং Kawasaki KLX 150BF অন্যতম মডেল। Kawasaki Ninja 125 বাইকটিকে অনেকেই বেবি নিনজা বলে থাকেন। 

অপরদিকে Kawasaki KLX 150BF বাইকটি ডুয়েল পারপাস মোটরসাইকেল হলেও, এটিকে সাধারণ ভাবে ডার্ট বাইক বা অফ রোড বাইক হিসেবে ধরা হয়। 

কাওয়াসাকি ঈদ ক্যাশব্যাক অফার

Kawasaki Ninja 125 বাইকটিতে দেয়া হচ্ছে ২০,০০০ টাকার ক্যাশব্যাক অফার। আর Kawasaki KLX 150BF বাইকটিতে দেয়া হচ্ছে ১৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার। এই অফার সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। 

এশিয়ান মোটরবাইকস লিমিটেড বাংলাদেশে কাওয়াসাকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। আপনি যদি এই ঈদে কাওয়াসাকির ক্যাশব্যাক অফার উপভোগ করতে চান তবে সরাসরি কাওয়াসাকির শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।