ভিডিও মামলা কি ? ভিডিও মামলা হলে কি করনীয় ? জানুন বিস্তারিত
This page was last updated on 13-Jan-2025 10:30pm , By Raihan Opu Bangla
ভিডিও মামলার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না ভিডিও মামলা কি এবং ভিডিও মামলা হলে কি করনীয়। আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি যদি উল্টো পথে যানবাহন চালান অথবা নো-পার্কিং এ আপনার যানবাহন পার্কিং করেন অথবা অন্য কোন আইন ভংগ করেন তাহলে আপনি এই মামলার সম্মুখীন হবেন। ভিডিও মামলা হলে অধিকাংশ সময় আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি মামলার সম্মুখীন হয়েছেন।
ভিডিও মামলা কি? ভিডিও মামলা হলে কি করনীয়?

অবৈধ পার্কিং, উল্টো পথে চলা বা ট্রাফিক আইন ভঙ্গ করলে ডিএমপি ট্রাফিকের চারটি বিভাগেই সার্জেন্টরা যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করে ভিডিও করছেন। তাৎক্ষণিকভাবে কিছু বলতে না পারলে জরিমানার চিঠি মালিকের ঠিকানায় পৌঁছে দেন। এটাকে ট্রাফিক বিভাগ ‘ভিডিও মামলা’ বলে। ভিডিও বা ছবি তোলার জন্য পুলিশকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।
Also Read: মটর বাইকের মামলা হওয়ার পর কিভাবে কাগজ ফেরত পাবো?
সরবরাহ করা হয় আলাদা ক্যামেরা। ভিডিও চিত্র বা ছবি তোলার সময় এমনভাবে তা নেয়া হয়, যেন এটি দেখলে বোঝা যায় এটি কোন অপরাধ। চিঠি পেয়ে কেউ চ্যালেঞ্জ করলে তাঁকে প্রমাণ দেখানো হয়। এই কাজের জন্য নির্দিষ্ট সার্জেন্টরা নিয়মিত পরিদর্শনের ওপর থাকেন।

মামলা হলে কি করনীয় ?
এই মামলা হলে সবার প্রথমে আপনার মোবাইল নম্বরে ফোন যাবে। যানবাহন যেই নামে রেজিস্ট্রেশন সেখানে যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে কল যাবে। যদি আপনাকে ফোনে পাওয়া না যায় তাহলে আপনার বাসায় ভিডিও মামলার চিঠি চলে যাবে। অনেক সময় ফোন না গেলেও চিঠি যায়।
আপনার কাছে মামলার যে ঠিঠি যাবে সেখানে কোথায় যেতে হবে তা উল্লেখ করা থাকবে। অথবা আপনাকে যখন কল দেয়া হবে তখন বলে দেয়া হবে। আপনাকে যে স্থানে যেতে বলা হবে নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে সেখানে গিয়ে মামলার নিষ্পত্তি করাতে হবে।
মামলার চিঠি পাওয়ার পরও যদি কেউ গ্রাহ্য না করে, তবে তাঁর বিআরটিএর ফিটনেস ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কারণ, সবকিছুর কপিই বিআরটিএর কাছে পাঠানো হয়।
ভিডিও মামলা হতে বাচতে করনীয়ঃ
এই মামলাও অন্যান্য মামলার মতোন। তাই আপনি যদি ভিডিও মামলা থেকে বাঁচতে চান তাহলে সব সময় ট্রাফিক আইন মেনে চলুন। উল্টো পথে বাইক বা যানবাহন চালানো থেকে বিরত থাকুন। নো পার্কিং এ কখনো আপনার বাইক বা যানবাহন পার্কিং করবেন না। ফুটপাত দিয়ে বাইক চালাবেন না।
নিজে আইন মেনে চলুন অন্যকে আইন মেনে চলতে উৎসাহিত করুন।
তথ্যসূত্রঃ প্রথম আলো
