বিএইচএল বাংলাদেশে লঞ্চ করল ১৬০সিসি সেগমেন্টের নতুন মোটরসাইকেল Honda SP 160
This page was last updated on 14-Jul-2024 01:54pm , By Raihan Opu Bangla
বাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করেছে Honda SP 160। ১৬০সিসি সেগমেন্টের নতুন এই মোটরসাইকেলটি নেকেড কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল।
গত ১৩.০৭.২০২৪ তারিখে ঢাকার আগারগাওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার (বিআইসিসি) এ জমকালো আয়োজনের মাধ্যেমে হোন্ডা বাংলাদেশে লঞ্চ করছে Honda SP 160। এই ইভেন্টে হোন্ডা থেকে উপস্থিত ছিলেন বিএইচএল এর ম্যানেজিং ডিরেক্ট ও সিইও জনাব শিগেরু মাৎসুজাকি, চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ মুহাম্মদ আশেকুর রহমান সহ হোন্ডা বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এই বাইকটি স্টাইল, ডিজাইন ও লুকসের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে। এছাড়া বাইকটির রোড পারফর্মেন্সও বেশ ভাল হবে বলে আশা করা যাচ্ছে। এই বাইকটির লুকস ও স্টাইলের কারণে বাইকারদের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে আশা করা যাচ্ছে।
বাইকটিতে দেয়া হয়েছে ১৬৩সিসি বিএস-সিক্স পিজিএম-এফআই, সিঙ্গেল সিলিন্ডার,এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১৩.২৭ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং ১৪.৫৮ এনএম @ ৫৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম। এই পাওয়ার ট্রান্সমিশনের জন্য ৫ স্টেপ গিয়ার ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে।
এছাড়া ফিচার্স হিসেবে যুক্ত করা হয়েছে সম্পূর্ন ডিজিটাল মিটার, সিঙ্গেল চ্যানেল এবিএস, মনো শক, নিউ এজ গ্রাফিক্স সহ ডায়নামিক ফুয়েল ট্যাংক, স্টার্ট/স্টপ সুইচ, হ্যাজার্ড সুইচ, সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ সহ আরও অনেক আধুনিক ফিচার্স যুক্ত করা হয়েছে।
বর্তমানে বাইকটি দুটি ভার্সন লঞ্চ করা হয়েছে। সিঙ্গেল ডিস্ক ভার্সনটির দাম হচ্ছে ১,৯৭,০০০/- টাকা এবং ডুয়েল ডিস্ক ভার্সনটি হচ্ছে ২,২৫,০০০/- টাকা। বাইকটি তিনটি কালারে পাওয়া যাবে।
বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশে সকল হোন্ডা অথোরাইজড মোটরসাইকেল শোরুমে পাওয়া যাবে। তাই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি হোন্ডা শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সাম্প্রতি সকল খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, মোটরসাইকেল প্রাইস, রাইডিং টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।