Hero Thriller 160R ১৩ মাসে ৫১,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা - ইসমাইল

This page was last updated on 31-Jul-2024 09:39am , By Shuvo Bangla

আমি ইসমাইল হোসেন । আজকে আমার লাল পরী Hero Thriller 160R বাইকের সাথে ১২ মাসের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । ০৯ জুন ২০২২ তারিখ লাল পরীর সাথে আমার বাইকিং যাত্রা শুরু হয়। 

Hero Thriller 160R ৫১,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা

Hero Thriller 160R ১৩ মাসে ৫১,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা - ইসমাইল

প্রায় ১৩ মাস এর ও বেশি সময়ে তাকে সাথে নিয়ে দেশের বিভিন্ন যায়গায় ট্যুর দিয়েছি। গত ১৩ মাসে টোটাল ৫১ হাজার + চালিয়েছি। সে কখনো আমাকে নিরাশ করে নাই। তাকে নিয়ে বাংলাদেশ এর কঠিন থেকে কঠিনতম রাস্তা গুলো অতিক্রম করেছি।  

২০২১ এর মডেল টা নিয়ে অনেকের ই অভিযোগ আছে। কিন্তু কেনো যানি আমি অই সমস্যা গুলো ফেস করিনাই। যেমন রানিং এ গাড়ি বন্ধ হয়ে যাওয়া, ইঞ্জিনের হেড দিয়ে মবিল লিক আরো কত সমস্যা। তবে হ্যা এইটা সত্য যে সব যায়গাই পার্টস পাওয়া যায়না। যে টা আমিও ফেস করেছি। 

কিছু কিছু লোক বলে থ্রিলারে এক্সট্রা কিছু লাগালে নাকি সমস্যা হয়। এইটা সম্পুর্ন ভুল ধারনা। আমার বাইকে ৩ টা ফগলাইট, পপ হর্ন, পিপ হর্ন, ভিয়াইপি হর্ন, পুলিশ লাইট, মটোলক জিপিএস। গত এক বছরে ব্যাটেরি নিয়েও কোন সমস্যা পাইনি এতো কিছু ব্যবহার করার পরেও। প্রতিবার সার্ভিস এর সময় ব্যাটেরি চেক করিয়েছি। 

Hero Thriller 160R ১৩ মাসে ৫১,০০০ কিলোমিটার রাইডিং

আমার সমস্ত অ্যাডভেঞ্চারে রেড অ্যাঞ্জেলকে আমার অনুগত সঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। আমরা অগনিত স্মৃতি ভাগ করেছি এবং ভবিষ্যত এ আরো অনেক অভিজ্ঞতা অর্জন করবো ইনশাআল্লাহ একসাথে আরও অনেক অ্যাডভেঞ্চারের জন্য চিয়ার্স, রেড অ্যাঞ্জেল ! 

পরিশেষে বলবো, এই বাইক যদি অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সময় মত সার্ভিস করতে পারেন তাহলে এটি রাইড করে অনেক মজা পাবেন। আমার রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ । 

লিখেছেনঃ  ইসমাইল হোসেন

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।