বিশ্বের সবচেয়ে দ্রুতগতির হাই-চেয়ার হুইলি রেকর্ড করলেন ইন্টারন্যাশনাল স্টান্ট রাইডার জনি ডেভিস

This page was last updated on 06-Oct-2025 04:03pm , By Badhan Roy

বাংলাদেশ মোটরসাইক্লিংয়ে স্টান্ট-রাইডিং নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ বেশ তুঙ্গে। এদেশে আনুষ্ঠানিকভাবে স্টান্ট-রাইডিং মোটরস্পোর্টস বা মোটর-এথলেটিকস হিসেবে স্বীকৃত না হলেও বিভিন্ন ইভেন্টে প্রফেশনাল স্টান্ট রাইডারদের চোখ ধাধানো পারফরমেন্স দেখার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। অনেকেই হয়তো জানেন না আন্তর্জাতিকভাবে স্টান্ট রাইডিং একটি স্বীকৃত মোটরস্পোর্টস। 

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির হাই-চেয়ার হুইলি রেকর্ড

স্টান্ট রাইডিং এর একটি স্কিল এর নাম হ্যান্ডেলবার হুইলি বা হাই চেয়ার হুইলি। এই পারফরম্যান্সে রাইডারকে বাইকের ফুয়েল ট্যাংকের উপর বসে পা দুটো হ্যান্ডেলবারের ওপরে রাখতে হয় তারপর সামনের চাকা উঁচু করতে হয়। সম্প্রতি ব্রিটিশ রাইডার জনি ডেভিস বিশ্বের সবচেয়ে দ্রুত গতির হাই চেয়ার হুইলি এর রেকর্ড করেছেন। 

জনি ডেভিস ইয়র্কের এলভিংটন এয়ারফিল্ডে অবিশ্বাস্য ভাবে ১২৭ মাইল বা ২০৪.৩৮ কি.মি/ঘন্টা গতিতে সফলভাবে হাই চেয়ার হুইলি পারফর্ম করেন। আশ্চর্যের ব্যাপার হলো জনি এর আগেও ২০১৯ সালে ঘণ্টায় ১০৯ মাইল বা ১৭৫.৮২ কি.মি/ঘন্টা গতিতে রেকর্ড করেছিলেন তবে সেটি ভেঙে যাওয়ায় পরবর্তী চেষ্টায় আবারও বিশ্বরেকর্ডের মাইলফলক ফিরে পেলেন।

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির হাই-চেয়ার হুইলি রেকর্ড

আন্তর্জাতিক মোটরসাইকেল ব্লগ MCN এর সূত্রমতে এই নতুন রেকর্ডটি তৈরি হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে স্ট্রেইটলাইনার্স স্পিড উইক-এ। তিনি ঘণ্টায় ১২৭.০৪৭ মাইল গতিতে হুইলি করে আগের বিশ্বসেরা স্কোর ১২৫.৯ মাইল/ঘন্টার রেকর্ড ভেঙে দেন। রেকর্ড ভাঙতে জনি একটি মডিফাইড Kawasaki ZX-10R বাইক ব্যাবহার করেছিলেন। 

মডিফিকেশনের মধ্যে তিনি বাইকটির ফেয়ারিং ও মিটার সরিয়ে ফেলেন, স্ট্রেট হ্যান্ডেলবার ইন্সটল করেন ও বসার জন্য ট্যাংক এর শেপ পরিবর্তন করেন। পারফর্মেন্স চলাকালে প্রবল বাতাস আর মোটরসাইকেলের কিছু কারিগরি ত্রুটির পরও তিনি সফল হন। 

জনি গণমাধ্যমে জানিয়েছেন তিনি সকালে সহজেই রেকর্ড ভেঙে চাপ কমাতে পেরেছিলেন তবে দুপুরের পর আর হুইলি তুলতে পারছিলেন না। পরে বাসায় এসে বুঝতে পারেন ভুল করে ট্র্যাকশন কন্ট্রোল চালু হয়ে গিয়েছিল নয়তোবা আরো ভালভাবে ও অতিরিক্ত গতিতে রেকর্ড ভাঙা সম্ভব হতো।

 আগামী বছরে তিনি এই রেকর্ডকে ঘণ্টায় ১৩০ মাইল বা ২১০ কি.মি/ঘন্টার উপরে নিয়ে যেতে চান। একইসাথে তিনি দ্রুতগতিতে পিছন দিকে বাইক চালিয়ে আরেকটি বিশ্বরেকর্ড করার লক্ষ্যও পোষণ করেছেন। আমরা আশাবাদী, হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকেও প্রতিভাবান স্টান্ট রাইডারদের মধ্যে থেকে এমন রেকর্ড হোল্ডার আমরা দেখতে পাব। 

 

বাইক বিষয়ক দেশি ও বিদেশি সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।

Latest Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Upcoming Bikes