বাইকারদের পায়ের সুরক্ষায় কম খরচে ভাল অপশন – টোটাল টুলস সেফটি বুটস

This page was last updated on 14-May-2025 12:36pm , By Raihan Opu Bangla

বাইক রাইডিং এর সময় প্রয়োজনীয় সেফটি গার্ড গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে রাইডিং বুট। কিন্তু প্রায় সময়েই দেখা যায় ভালমানের রাইডিং বুটস গুলোর দাম অনেক বাইকারদের সাধ্যের বাইরে চলে যায়, ফলে তারা অতি গুরুত্বপূর্ণ এই সেফটি পার্টের সাথে আপোষ করেন। এই সমস্যার সমাধানে কম খরচে বেস্ট এবং ডিউরেবল সমাধান হতে পারে টোটাল টুলস সেফটি বুটস।

টোটাল টুলস সেফটি বুটস - ফিচার্স

totao-tools-safety-boots-price-bangladesh

এই বুটটির আপারে ব্যবহার করা হয়েছে পিওর কাউ লেদার এবং স্টিলের টো ক্যাপ, যার ফলে এটি ইম্প্যাক্ট প্রতিরোধি। বুটের আউটারেও পিওর কাউ লেদার এবং সুন্দর কালার কম্বিনেশন থাকায় এটি কেবল রাইডিং বা কন্সট্রাকশন ওয়ার্ক ই নয় বরং ক্যাজুয়ালি ও ব্যাবহার করা যায়। 

Also Read: Motorcycle Price In Bangladesh

বুটটির নিচে ব্যবহার করা হয়েছে স্টিলের মিট সোল, যা অত্যান্ত ডিউরেবল এবং নিচ থেকে আসা সূচালো ও সূক্ষ্ম ইম্প্যাক্ট ও বেশ ভালভাবে প্রতিরোধ করে পা কে অক্ষত রাখতে সক্ষম। 

কোয়ালিটিফুল এলিমেন্টস এবং ভাল বিল্ড কোয়ালিটির জন্য বুটটি অনায়েসে রাফ এবং টাফ ইউজ করা সম্ভব। ইনার লেয়ারে পলিইউরেথিন ব্যবহারে দীর্ঘ সময় পর্যন্ত পরে থাকলেও পা ঘেমে যাওয়া বা দূর্গন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। রাইডিং এর সময় অল্প প্রেশারেই গিয়ার শিফটিং এবং ব্রেক করা সম্ভব এবং ভাল গ্রিপ থাকায় রাইডিং সহ সব রকম হাটা বা দৌড়ানোর কন্ডিশনে বুটটি বেশ ভাল। 

Also Read: Total Tools Price In Bangladesh

total-tools-safety-boots-bangladesh

যাদের বাজেট ৩০০০ টাকার আশেপাশে এবং যারা ডিউরেবল একটি মাল্টিপারপস শু, বিশেষ করে রাইডিং বুটের বিকল্প খুজছেন Total tools safety boot তাদের জন্য হতে পারে একটি বেস্ট অল্টারনেটিভ। 

বাইক ও বাইক রিলেটেড সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।