বিআরটিএ’র নতুন প্রজ্ঞাপন: মোটরসাইকেলে হেডলাইট ও ইন্ডিকেটর পরিবর্তন এখন দণ্ডনীয় অপরাধ

This page was last updated on 16-Oct-2025 02:47pm , By Arif Raihan Opu

আমরা মোটরসাইকেল ক্রয় করার পর অনেক কোম্পানি প্রদত্ত অনেক কিছু পরিবর্তন করে থাকি। এই পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় হেডলাইট, ইন্ডিকেটর, হর্ণ সহ অনেক কিছু পরিবর্তন বা মডিফিকেশন করা হয়ে থাকে। এই সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিআরটিএ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

লাইট সম্পর্কিত বিআরটিএ প্রজ্ঞাপন

brta-notice

এই প্রজ্ঞাপনে বলা হয়েছে কোম্পানি প্রদত্ত কোন কিছু যেমন চেসিস, ইঞ্জিন, চাকার আকৃতি, রং, হেডলাইট, ইন্ডিকেটর, হর্ণ সহ অনেক কিছুই পরিবর্তন করা যাবে না। সেই সাথে অনেকেই হলার, কালার ফুল লাইটস, বা হ্যান্ডেল বার এর পরিবর্তন করতে পারবেন না। 

মুলত সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪০ ধারা অনুযায়ী বাইকের হেডলাইট, দিক নির্দেশনা লাইট (ইন্ডিকেটর লাইটস), স্টপ লাইট ব্যবহারের কোন সুযোগ নেই। অপর দিকে ২০২২ সড়ক পরিবহন বিধিমালা ৭৮ এবং ৯৮ তে মোটরযানে হেডলাইট, ইন্ডিকেটরস, স্টপ লাইটের রং, অবস্থান, দৃশ্যমান দূরত্ব, লাইটের সংখ্যা, লাইটের বিস্তৃতি সহ সকল কিছু সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুনঃ BRTA - ড্রাইভিং লাইসেন্স বিতরণ আপডেট । ডাকযোগে কার্ড যাবে

তবে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে, বর্তমানে এই আইন লঙ্ঘন করে অনেকেই হেডলাইট থেকে শুরু করে অন্যান্য সকল কিছুর পরিবর্তন করে রাস্তায় চলাফেরা করছেন, যা মুলত সড়ক ও মোটরযান চলাচল আইনত দন্ডনীয় অপরাধ। 

brta-headlight-law

তাই সম্প্রতি এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানিয়েছে যে, মোটরসাইকেলে কোন ধরনের হেডলাইট পরিবর্তন, সংযোজন, দিক নির্দেশনা লাইট (ইন্ডিকেটর লাইট), স্টপ লাইট পরিবর্তন না করে কোম্পানি প্রদত্ত লাইট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

যদিও মোটরসাইকেলে দেয়া হেডলাইট ও অন্যান্য লাইট সময়ের হিসেবে কিছু ক্ষেত্রে আলো কম দেয়। তাই অনেকেই হাইওয়ে রাইডের ক্ষেত্রে হেডলাইট সহ অতিরিক্ত লাইট ব্যবহার করে থাকেন। আমরা আশা করব কোম্পানি গুলো এই বিষয়টি বিবেচনায় নিয়ে মোটরসাইকেল উন্নত মানের হেডলাইট সহ অন্যান্য লাইটের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। যার কারণে অতিরিক্ত লাইট বা ফট লাইট ব্যবহার করতে না হয়। 


তথ্যসুত্রঃ বিআরটিএ