অবশেষে শুরু হল CF LITE 230 এর প্রি-বুকিং

This page was last updated on 11-Aug-2025 12:04pm , By Raihan Opu Bangla

বাংলাদেশে অফ-রোড সেগমেন্টের মোটরসাইকেলের জনপ্রিয়তা রয়েছে। তবে এই সেগমেন্ট সেভাবে জনপ্রিয় মডেল বা মোটরসাইকেল আমরা দেখতে পাই না। এর কারণ হতে পারে বাংলাদেশ বেশ ছোট একটি দেশ, সেই সাথে আমাদের অফ-রোড ট্রেইল সেভাবে নেই। তাই হয়ত মোটরসাইকেল ব্র্যান্ড গুলো অফ রোড মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে আসছে না। তবে অবশেষে আমরা একটি ডুয়েল পারপাস মানে অফ রোড এবং অন রোড দুটি জায়গাতেই সমান ভাবে রাইডিং এ সক্ষম একটি মোটরসাইকেল পেতে যাচ্ছি। 

CF LITE 230 Dual প্রি-বুকিং শুরু হয়েছে

CF LITE 230 Dual প্রি-বুকিং শুরু হয়েছে

এই বছর বাংলাদেশে জাকজমক ভাবে লঞ্চ হয়েছে CFMOTO মোটরসাইকেল ব্র্যান্ড। লঞ্চ হবার পর থেকে ব্র্যান্ডটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্র্যান্ডটি উচ্চ সিসির মোটরসাইকেল গুলো বাংলাদেশে নিয়ে আসছে। প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ড সেগমেন্টে তার বেশ আকর্ষণীয় লাইন আপ রয়েছে। 

এবার তারা নিয়ে এসেছে তাদের আরও একটি নতুন মোটরসাইকেল নিয়ে এসেছে। এই নতুন মোটরসাইকেলটি হচ্ছে অফ রোড এবং অন রোড দু জায়গাতেই সমান ভাবে পারফর্ম করতে সক্ষম। নতুন এই মোটরসাইকেলটি হচ্ছে CF LITE 230 Dual।

Also Read: Motorcycle Price In Bangladesh

বাইকটি তারা বেশ কয়েক মাস আগে বাইকারদের জন্য উন্মুক্ত করেছিল। তখন সবার আগ্রহ দেখে বাইকটি বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হয়। আর সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে CF LITE 230 Dual। 

বর্তমানে তারা বাইকটির প্রি-বুকিং নেয়া শুরু করেছে। নতুন এই মোটরসাইকেলটির দাম ধরা হয়েছে ২,৮৭,৫০০ টাকা। 

CF LITE 230 Dual বাইকটির ডিজাইন, লুকস, ও স্টাইলের দিক থেকে অফ রোড এবং অন রোড দুটি বৈশিষ্ট্য ধরে রেখেছে। এছাড়া এই বাইকটিতে দেয়া হয়েছে ২২৯সিসি, এয়ার কুল্ড, ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডারে, SOHC ইঞ্জিন। 

এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৪.০৮ বিএইচপি @ ৭০০০ আরপিএম এবং ১৬.৫ নিউটন মিটার টর্ক @ ৫০০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম। তবে এই সেগমেন্টে বর্তমানে উচ্চ সিসির বাইক এটি। 

এই সেগমেন্টে এটি একটি প্রতিযোগীতামুলক দাম হবে বলে আমরা আশা করছি। বাইকটি যারা স্পিডিং পছন্দ করেন তাদের জন্য নয়। তবে CF LITE 230 Dual এই বাইকটি যারা অফ রোড বা অন রোড অথবা প্রতিদিনের রাইডিং ব্যবহার করতে চান তাদের জন্য উপযোগী হবে বলে আশা করা যাচ্ছে। 

আপনি যদি এই বাইকটি দেখতে চান অথবা ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন। তবে আপনার কাছাকাছি CFMOTO Bangladesh এর শোরুমে যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর ও আপডেট পেতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ।