খুবই অল্প খরচে বাজেট ট্যুর দেয়ার ৫ টি উপায় -Tips & Tricks
This page was last updated on 31-Jul-2024 01:04pm , By Raihan Opu Bangla
ঘুরতে যেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তবে ট্যুরের বাজেট অনেকের কাছে বেশ বড় একটা ব্যাপার। আজ আমি আপনাদের সাথে এমন ৫ টি টিপস শেয়ার করবো যেটা ফলো করলে আপনি অনেক কম খরচে লং ট্যুর করতে পারবেন।
খুবই অল্প খরচে বাজেট ট্যুর দেয়ার ৫ টি উপায় -Tips & Tricks
১- গ্রুপ ট্যুর দিনঃ
আপনি যখন একা ট্যুর দিবেন তখন আপনার যে খরচ হবে , আপনি যদি একা না গিয়ে কয়েকজন মিলে যান তখন আপনার খরচ অনেক কমে যাবে। কারণ কয়েকজন মিলে গেলে আপনার আবাসিক খরচ অনেক কমে আসে। তাই বাজেট ট্যুর করতে চাইলে সব সময় গ্রুপ ট্যুর দিন।
২- পিলিয়ন সহ রাইড করুনঃ
আপনি যদি পিলিয়ন নিয়ে বাইক চালাতে অভ্যস্থ হয়ে থাকেন তাহলে লং ট্যুরে যাওয়ার সময় সাথে পিলিয়ন নিয়ে নিন। এতে করে যেটা হবে আপনার ফুয়েল খরচ অর্ধেক হয়ে গেলো , আবার যদি পিলিয়ন বাইক চালাতে পারে সেক্ষেত্রে দুজন মিলে বাইক চালানে আপনার উপর প্রেশার কম পরলো।
৩- ছুটির দিনে ট্যুর দেয়া থেকে বিরত থাকুনঃ
ইদানীং দেখা যাচ্ছে পর্যটন এলাকাগুলোতে বন্ধের দিনে সব কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। যে হোটেলের ভাড়া ১৫০০ টাকা সে হোটেলগুলোর ভাড়া ৫০০০ বেশি নিতে দেখা গেছে। তাই আপনার হাতে যদি সুযোগ থাকে আর আপনি যদি বাজেট ট্যুর দিতে চান সেক্ষেত্রে বন্ধের দিনগুলো বাদ দিয়ে লং ট্যুর দেয়ার চেষ্টা করুন। এতে করে আপনার সব কিছুর খরচ কমে যাবে।
৪- নিজে দেখে হোটেল বুকিং দিনঃ
কোথাও যাওয়ার আগে কল দিয়ে সেই জায়গার অবস্থা বুঝে নিন, যদি দেখেন অধিকাংশ হোটেল ফাকা সেক্ষেত্রে উক্ত স্থানে গিয়ে হোটেল বুক করুন। এতে করে যেটি হবে আপনি নিজে দেখে দামাদামি করে হোটেল নিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন পর্যটন স্থানের মূল স্থান বাদ দিয়ে যদি আপনি একটু আশেপাশে থাকেন সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা কমে যাবে। আর যেহেতু আমরা বাইকার তাই আমাদের তো যাতায়াতে কোন সমস্যা নেই।
৫- খাবার খাওয়ার আগে দাম যাচাই করে নিনঃ
এই ভুলটা অধিকাংশ মানুষ করে থাকেন খুদা লাগলে হাতের কাছে যে হোটেল পান সেখানে খেতে বসেন। কিন্তু এই কাজটা কখনো করবেন না, আপনি খাবার খেতে ঢুকার আগে ভালোভাবে কথা বলে নিবেন এবং আশেপাশের দাম যাচাই করে নিবেন।
গ্রুপ রাইড করার সময় নিজের নিয়ন্ত্রণের মধ্যে থেকে বাইক রাইড করুন, অন্যকে ফলো করতে গিয়ে নিজে দূর্ঘটনার সম্মুখীন হবেন না। তবে সামনের রাইডাররা যে সিগনাল দিবে সেটা অবশ্যই খেয়াল করবেন।