খুলনায় আয়োজন করা হল সুজুকি ডে মেগা ফ্রী সার্ভিস ক্যাম্প
This page was last updated on 31-Jul-2024 12:20pm , By Raihan Opu Bangla
খুলনাতে সুজুকি বাংলাদেশ সম্প্রতি আয়োজন করেছে সুজুকি ডে। সুজুকি তরুণ প্রজন্মের বাইকারদের মধ্যে বিশেষ ভাবে জনপ্রিয় ব্র্যান্ড।
গত ১ এপ্রিল ২০২২ তারিখে খুলনা প্রভাতী স্কুল মাঠে সুজুকি ডে অনুষ্ঠিত হয়। এই সুজুকি ডে উপলক্ষ্যে সুজুকি আয়োজন করেছিল মেগা ফ্রী সার্ভিস, স্টান্ট শো, টেস্ট রাইড, রাইডিং স্কুল সহ নানা ধরনের আয়োজন।
সুজুকি ডে উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হয়েছিল যেখানে আর্টসেল, ওয়ারফেইজ সহ অনেক সংগীত শিল্পীর আমন্ত্রণ ছিল। কিন্তু অনিবার্য কারণবশত কনসার্ট বাতিল করা হয়। তবে বাকি আয়োজনে কোন ধরনের কোন ঘাটতি হয়নি।
এই সুজুকি ডে উপলক্ষ্যে যে মেগা সার্ভিস ক্যাম্প করা হয়েছিল, যেখানে সুজুকির কাস্টোমাররা তাদের বাইক গুলো ফ্রী সার্ভিস করিয়ে নিতে পেরেছিল।
এছাড়া যারা নতুন রাইডিং শিখছে তাদের জন্য ছিল রাইডিং টেইনিং স্কুল। যেখানে দক্ষ ট্রেইনার দ্বারা নতুন রাইডারদের বাইক রাইড করা শেখানো হয়েছিল।
অপর দিকে বাইকারদের আনন্দের জন্য একটি টেস্ট রাইড ও স্টান্ট শো করা হয়েছিল। স্টান্ট শো এর পারফর্ম করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্টান্ট রাইডিং গ্রুপ কেবি রাইডার্স।
বাইকবিডির ফাউন্ডার ও সিইও শুভ্র সেন এবং টিম বাইকবিডি এই সুজুকি ডে উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিল। তারা বাইকারদের সাথে সাক্ষাৎ করেছে এবং বাইকিং কমিউনিটিকে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে সবার সাথে কথা বলেছে।
আমরা আশা করব সুজুকি এই ধরনের ইভেন্ট বাংলাদেশের অন্যান্য জেলায়ও আয়োজন করবে। যেহেতু রমজান শুরু হয়ে গিয়েছে তাই ঈদের পর আমরা আরও এ ধরনের ইভেন্ট দেখতে পাবো বলে আশা রাখি। সেই পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন ও হেলমেট পরে রাইড করুন। ধন্যবাদ।