desktop
noadd

বাজাজ বিজয় দিবস অফার ২০২১

This page was last updated on 31-Jul-2024 05:35am , By Raihan Opu Bangla

উত্তরা মোটরস হচ্ছে বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। আবার বিক্রয়ের দিক থেকে অন্যতম ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা বর্ষপূর্তিতে বাজাজ নিয়ে এসেছে "বিজয় দিবস অফার ২০২১"। এই বিজয় দিবস অফারে বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ৪০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। বাংলাদেশে বাজাজ এর ৪০০ এর বেশি ডিলার ও টাচ পয়েন্ট রয়েছে। তাই কাস্টোমাররা সহজেই এই বিজয় দিবস অফার উপভোগ করতে পারবেন।

বাজাজ বিজয় দিবস অফার ২০২১

 বাজাজ বিজয় দিবস অফার ২০২১

 বাজাজ তাদের বাজাজ পালসার ১৫০ সিঙ্গেল ডিস্ক ও টুইন ডিস্ক দুটি ভার্সনেই দিচ্ছে ৪,০০০ টাকা। ডিস্কাউন্ট দেয়ার পর সিঙ্গেল ডিস্ক বাইকটি প্রাইস হচ্ছে ১,৬৯,০০০ টাকা এবং টুইন ডিস্ক এর প্রাইস হচ্ছে ১,৮০,০০০ টাকা। আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাবো যে বাজাজ এর কমিউটার সেগমেন্টের বাইক গুলো বেশি জনপ্রিয়। আর বাজাজ এর এই বাইক গুলো গ্রাম্য এলাকাতে অনেক বেশি জনপ্রিয়। কমিউটার সেগমেন্টে বাজাজ ডিস্কভার এবং বাজাজ প্লাটিনা অনেক জনপ্রিয় দুটি মডেল। এই দুটি মডেল তাদের কমিউটিং এবিলিটির জন্য বেশ জনপ্রিয়।

বাজাজ ডিস্কভার সিরিজটি কমিউটার সেগমেন্টে বেশ জনপ্রিয়। ডিস্কভার সিরিজে দুটি মডেল রয়েছে একটি হচ্ছে ১২৫সিসি ও অপরটি ১১০সিসি সেগমেন্টের।

All-New Bajaj Discover 125 (Disc+Drum) First Impression Review


তবে বিজয় দিবস অফার ২০২১ এ শুধু মাত্র বাজাজ ডিস্কভার ১২৫সিসি বাইকটিতে দেয়া হচ্ছে। এই ডিস্কাউন্ট অফারে বাইকটিতে দেয়া হচ্ছে ৩,৫০০ টাকা ডিস্কাউন্ট। বাজাজ প্লাটিনা সিরিজেও রয়েছে দুটি ভার্সন। একটি হচ্ছে ১০০ইএস এবং অপরটি হচ্ছে ১১০ এইচ গিয়ার। উভয় ভার্সন ক্রয়ের ক্ষেত্রে দেয়া হচ্ছে ২০০০ টাকার ডিস্কাউন্ট। এছাড়া বাজাজ সিটি১০০ ইএস একটি কমিউটার মডেল রয়েছে। এই বাইকটিতেও দেয়া হচ্ছে ডিস্কাউন্ট। এই মোটরসাইকেলটিতে দেয়া হচ্ছে ২৫০০ টাকার ডিস্কাউন্ট।

  

তবে আশ্চর্যজনক ভাবে বাজাজের জনপ্রিয় বাইক বাজাজ পালসার এনএস১৬০ নেকেড সিরিজে কোন ধরনের ডিস্কাউন্ট বা ক্যাশব্যাক দেয়া হচ্ছে না। বাংলাদেশের ৫০ তম বর্ষপূর্তি পালন করছে ঠিক সেই সময়ে বাজাজ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে বাজাজ বিজয় দিবস অফার ২০২১। এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই আপনি যদি চান তবে এই অফারটি বাজাজের যেকোন শোরুম থেকে উপভোগ করা যাবে।